ডিকি কৌশল দাপটের সঙ্গে পর্দায় অভিনয় করলেও একটা ছবি ঘুরিয়ে দিয়েছিল তাঁর ভাগ্যের চাকা। আর তা হল উরি। উরি আক্রমণ নিয়ে তৈরি এই ছবিতে যেভাবে নিজেকে উপস্থাপনা করেছিলেন অভিনেতা, যেভাবে পাল্টে ফেলেছিলেন নিজের শরীরের গঠন থেকে শুরু করে তাঁর চরিত্রের উপস্থাপনার ভঙ্গি, তা এককথায় বলতে গেলে তাক লাগিয়েছিল দর্শক মহলে। সে ঘোর এখনও কাটিয়ে উঠতে পারেননি দর্শকেরা। ভিকি কৌশলের সেই ছবি তাঁর কেরিয়ারের জন্য অন্যতম সেরা চরিত্র হয়ে গিয়েছে। তবে সব সেরার পিছনে থাকে নির্দিষ্ট কিছু কারণ, এক্ষেত্রেও ভিকি কৌশলে চরিত্র এতটা জনপ্রিয় হওয়ার পেছনেও ছিল তাঁর নিষ্ঠা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যা দেখলে আপাতত দৃষ্টিতে মনে হতে পারে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন ভিকি।
সেনারা যেভাবে নিজেদের তৈরি করেন, শরীরের গঠন ঠিক রাখতে, নিজেদের এনার্জি সঠিক রাখতে যেভাবে নিত্যদিন কঠোর মেহনত করে থাকেন, ঠিক একইভাবে নিজেকে তৈরি করছেন ভিকি কৌশল। কোথাও গিয়ে বিন্দুমাত্র মনে হবে না তিনি অভিনেতা। ঠিক যেন সেনাবাহিনীর এক সদস্য বলেই মনে হচ্ছে তাঁকে। এতটাই সাবলীল ভাবে বিভিন্ন টাস্ক শেষ করতে দেখা গেলে ভিকি কৌশলকে, তা দেখে অনেকেই মনে করতে পারেন তিনি সেনা বাহিনীতেই বোধহয় যোগ দিয়েছেন। তবে এমনটা নয়, ভিকি কৌশলকে উরি চরিত্রের জন্য এভাবেই তৈরি করা হয়েছিল। আর তিনি যে সেই সুযোগে মর্যাদা কীভাবে রেখেছেন তার প্রমাণই হল এই ভিডিয়ো। সেনা চরিত্রে অভিনয় করাই নয় একজন সেনা কীভাবে নিজেকে তৈরি করে তাঁদের শরীরে গঠন থেকে শুরু করে তাঁদের উদ্যম সবটাই রপ্ত করেছিলেন অভিনেতা। যা চোখের পলকে ভাইরাল হয়ে যায়। বর্তমানে ডানকি ছবির প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন ভিকি। শাহরুখের সঙ্গে দেখা যাবে তাঁকেও।