Pamela Chopra Passes Away: কাছের মানুষকে হারালেন রানি, পরিবারে শোকের ছায়া
Pamela Chopra: গায়িকা হিসেবে পামেলার পরিচিতিও কিছু কম নয়। স্বামীর একাধিক ছবিতে গান করতে দেখা গিয়েছে তাঁকে। 'কাভি কাভি' থেকে শুরু করে 'মুঝসে দোস্তি কারোগি', একাধিক গান রয়েছে তাঁর কণ্ঠে।
রানি মুখোপাধ্যায়ের পরিবারে শোকের ছায়া। ৮৫ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়ার। ২০ এপ্রিল সকালে তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন। খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ সিনেপাড়া। ভারতের প্লেব্যাগ গায়িকা হিসেবেও তিনি পরিচিত। মুম্বইয়ের লীলাবতী হসপিটালে গত ১৫ দিন ধরে ভর্তি ছিলেন তিনি। বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। ১৯৭০ সালে যশ চোপড়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তারপর থেকেই সিনেদুনিয়ার বহু ওঠাপড়ার সাক্ষী পামেলাদেবী। তাঁকে শেষ দেখা গিয়েছিল নেটফ্লিক্সের সিরিজ় দ্য রোম্যান্টিক-এ। স্বামী যশ চোপড়ার জার্নি নিয়ে কথা বলতে শোনা যায় তাঁকে এইদিন। কীভাবে নিজের প্রথম ছবি মুক্তির আগে সারা রাত ঘুমতে পারেননি যশ চোপড়া, তাও জানান পামেলাদেবী।
পামেলা ও যশ চোপড়ার দুই সন্তান। আদিত্য চোপড়া ও উদয় চোপড়া। প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানি মুখোপাধ্যায়। শাশুড়িকে হারিয়ে ভেঙে পড়েন তিনি। পামেলাদেবীর সঙ্গে রানির সম্পর্ক বেশ মজবুত ছিল। তাঁর প্রথম সন্তান জন্মের আগে বউমাকে নিয়ে প্রশংসায় ভরিয়ে এক সাক্ষাৎকারও দিয়েছিলেন তিনি।
গায়িকা হিসেবে পামেলার পরিচিতিও কিছু কম নয়। স্বামীর একাধিক ছবিতে গান করতে দেখা গিয়েছে তাঁকে। ‘কাভি কাভি’ থেকে শুরু করে ‘মুঝসে দোস্তি কারোগি’, একাধিক গান রয়েছে তাঁর কণ্ঠে।