
বর্ষাকাল আসা মানে ডেঙ্গির রাজত্ব। সর্বত্র ডেঙ্গি মশা নিয়ে সতর্কতা জারি হয়ে যায়। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ রাস্তা শুরু করেছে। সেই তালিকায় এবার নাম লেখালেন বলিউড অভিনেত্রী জারিন খান। সদ্য তিনি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ভর্তি রয়েছেন হাসপাতালে। চলছে চিকিৎসা। নিজেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সাবধান করতে তাই মুখ খুললেন জারিন। হাতে চ্যানেল করা সেই ছবি পোস্ট করে তিনি সকলকে সতর্ক থাকার আর্জি জানালেন। এই সময় ডেঙ্গির প্রকোপ প্রতিবছর উত্তরোত্তর বাড়তে থাকে। আর ঠিক সেই কারণেই সকলের উচিত খানিকটা সচেতন থাকা। সামান্য অসচেতনতা দেখা দিলেই ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকেই যায়।
বিভিন্ন রাজ্য সরকারের তরফ থেকে সতর্কীকরণ ইতিমধ্যেই জারি করা হয়েছে। নিয়ম মেনেও অনেক সময় এই ডেঙ্গি মশার হাত থেকে রেহাই মেলে না। ঠিক যেমন জেরিন খান আচমকাই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে পড়লেন। তবে চিন্তার কোনও কারণ নেই। চিকিৎসারত জারিন ভক্তদের আশ্বস্ত করে নিজের সুস্থতার খবর জানালেন তিনি। শেয়ার করা ছবি দেখা মাত্রই সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন। জারিন খান যদিও এখনও হাসপাতাল থেকে ছাড়া পাননি। সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে ডেঙ্গির প্রকোপ। বিভিন্ন রাজ্যে সরকারের তরফ থেকে সাধারণ মানুষকে সতর্ক করার কাজ জারি রয়েছে। সকলকেই জানান হচ্ছে সুরক্ষিত থাকতে। পাশাপাশি জ্বর হলেই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে পরীক্ষা করাতে। এদিন ভক্তদের উদ্দেশে সেই সাবধানবার্তাই দিলেন জারিন।