Tapsee Pannu’s Reshmi Rocket: ৫৮ কোটি টাকা দিয়ে ‘রেশমি রকেট’-এর কপিরাইট কিনল Zee5

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Aug 11, 2021 | 2:51 PM

সূত্রের খবর খুব তাড়াতাড়িই একটি অফিসিয়াল বিবৃতির প্রস্তুতি নিচ্ছে Zee5। আসন্ন দশেরাতেই এই জীবনমুখী সিনেমার রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে।

Tapsee Pannus Reshmi Rocket: ৫৮ কোটি টাকা দিয়ে রেশমি রকেট-এর কপিরাইট কিনল Zee5

Follow Us

তাপসী পান্নুর (Tapsee Pannu) পরবর্তী ছবি রেশমি রকেট (Rashmi Rocket) বহুদিন থেকেই কোন এক ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করবে বলে শোনা যাচ্ছিল। আকর্ষ খুরানার (Akarsh Khurana) পরিচালনা করা এই ছবি অবশেষে মুক্তি পেতে চলেছে। ছবিটিকে Zee5 ৫৮ কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে।

উভয়পক্ষ সহমত পোষণ করায় এই ব্যাপারটি ঘটেছে। আসন্ন দশেরাতে এই ছবিটির মুক্তির কথা ভাবছে Zee5। রেশমি রকেট মূলত একজন অ্যাথলিটের গল্প। তাপসী ছাড়াও রনি স্ক্রুওয়ালা প্রযোজনায় তৈরি এই ছবিতে প্রিয়াংশু পাইনুলি (Priyanshu Painyuli) একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। এই বছরের শুরুতে গুজরাটে ছবির শুটিং শেষ করেছেন অভিনেত্রী। এমনকি সোশ্যাল মিডিয়াতেও তিনি এই ঘোষণা করেছিলেন।

শুটিংয়ের শেষ দিনে তাপসী ইনস্টাগ্রামে লিখেছিলেন, “এই সিনেমা কীভাবে শুট হয়েছে তাঁর বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব না। এই চ্যালেঞ্জিং সময়ে সব প্রতিকূলতার বিরুদ্ধেও শুট শেষ করতে পারা এক বিশাল ব্যাপার। আমি ৩ বছর আগে চেন্নাইয়ে প্রাথমিকভাবে গল্পটা শুনেছিলাম। সামগ্রিক ব্যাপারটার সাফল্য পুরো দলের ওপর! আমি আর বেশি কিছু বলবো না কারণ আমি জানি রিলিজের আগে পর্যন্ত অনেককেই এখনও এই লড়াই চালিয়ে যেতে হবে। তবে আমি এইটুকু বলতে পারি, পুরো ক্রু অধিনায়কের (আকর্ষ খুরানা) কথা মেনে হাসি মুখে শেষদিন পর্যন্ত কাজ করেছে।”

যদিও, Zee5-এর তরফ থেকে এই ব্যাপারে এখনও কোন বিবৃতি দেওয়া হয়নি। তবে, সূত্রের খবর খুব তাড়াতাড়িই একটি অফিসিয়াল বিবৃতির প্রস্তুতি নিচ্ছে তারা। আসন্ন দশেরাতেই এই জীবনমুখী সিনেমার রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে।

 

আরও পড়ুন: অক্ষয় জানালেন এখন একজন স্টারের সময় পাওয়া গেলেও চরিত্রাভিনেতার সময় পাওয়া যায় না

Next Article