সম্প্রতি একটি বিয়েতে গিয়েছিলেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী জ়িনাত আমান। বিয়ে বাড়িতে গিয়ে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। এবং তার তলায় দিয়েছেন মস্ত এক ক্যাপশন। সেই ক্যাপশনে উল্লিখিত তাঁর নিজের বিয়ের কিছু কথাও। জিনাত জানিয়েছেন, তাঁর স্বামী মাঝহারের সঙ্গে বিয়ে করার জন্য সিঙ্গাপুরে পালিয়ে গিয়েছিলেন তিনি। সেখানে চুপিসারে তাঁদের বিয়ে হয়। সাক্ষী ছিলেন কেবল দু’জন।
জ়িনাত বলেছেন, আমার বিয়ে একটা গল্পের মতো। মুম্বইয়ে বিয়ে করিনি। সাত পা ঘুরতে পালিয়ে গিয়েছিলাম সিঙ্গাপুরে। সেখানে সইসাবুদ করে বিয়ে হয় আমাদের। বিয়েতে সাক্ষী ছিলেন কেবল দু’জন। এত ছিমছাম চুপিসারে বিয়ে করার ফলে মনের মধ্যে আক্ষেপ রয়েছে জ়িনাতের। চাকচিক্য, আলো, সানাই, লোকের ভিড়, সাজগোজ–নিজের বিয়েতে এসবের অভাব খুবই তাড়িয়ে বেড়িয়েছিল তাঁকে। সেই জন্য বিয়েবাড়ি বিষয়টা তাঁর কাছে আজও ভীষণ লোভনীয়। তবে বিয়েতে পরার জন্য বড় অঙ্কের টাকা খরচ করেন না প্রবীণ অভিনেত্রী।
জ়িনাতের ইনস্টাগ্রাম দেখলে বোঝা যায়, নিত্যদিন পোস্ট করেন তিনি। উদ্দেশ্য একটাই, পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করা। জীবন দর্শনের মাধ্যমে তাঁদের জীবনটাকে সহজ এবং সরল করে তোলে। তাঁর এই পোস্টেরও সেরকমই উদ্দেশ্য।
সাম্প্রতিককালে যে বিয়েবাড়িতে জ়িনাত গিয়েছিলেন, সেখানে একটা হালকা সবুজ রঙের সালোয়ার সেট পরেছিলেন তিনি। পোস্টে জিনাতের স্বীকারোক্তি–ধার করা জামা এবং গয়না পরেছিলেন তিনি। জানিয়েছেন, বিয় বাড়ি শেষ হলে পোশাকটি ড্রাই ক্লিন করে ফের যথা জায়গায় ফেরত পাঠিয়ে দেবেন তিনি। গয়নাও ফেরত যাবে একই সঙ্গে।
বলেছেন, “পরবর্তী প্রজন্মকে এই বার্তাই দিতে চাই এই গল্পের মাধ্যমে যে, পোশাকআশাক, গয়নার পিছনে বহু অর্থ খরচের প্রয়োজন পড়ে না। এভাবেও বিয়ে বাড়িতে যাওয়া যায়।”