
‘গদর টু’ ঝড় তুলে দিয়েছিল বক্স অফিসে। কিন্তু ‘জাট’-এর অগ্রিম বুকিং খোলার পর মাথায় হাত সিনেমা হল মালিকদের। কোনও রকমে অল্প কিছু টিকিট বিক্রি হয়েছে। সপ্তাহান্তে টিকিট বিক্রি বাড়লেও, এই ছবি সানির আগের রেকর্ড ধরে রাখতে পারবে কিনা, তা নিয়ে ইতিমধ্যে সংশয় দেখা দিয়েছে। সিনেমা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, বলিউডের অন্যতম খারাপ বছর হতে চলেছে এটা। সিনেমা ব্যবসা বিশেষজ্ঞ সুমিত কাদেলের টুইটে কোন ট্রেন্ড উঠছে আসছে দেখা যাক। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত শুধু ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ ব্লকবাস্টার। সুমিতের মতে এরপর ‘হাউজফুল ৫’ ছবিটা হিট হতে পারে। সেটা মুক্তি পাবে জুন মাসে। অগস্টে ‘ওয়ার টু’ যে নিশ্চিতভাবে ব্লকবাস্টার হবে সেটা সিনেমাপ্রেমীদের অনেকেই মনে করছেন। সুমিতের বক্তব্য, ”কোভিডের সময়ে যখন আংশিক লকডাউন চলছিল, সেই সময় ছাড়া এতটা খারাপ অবস্থা বলিউডে আর কোনও বছরে দেখিনি।”
সলমন খানের ঈদের ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পরার পর অনেকে মনে করছেন, তাঁর বিরতিতে চলে যাওয়া উচিত। আমির খান বক্স অফিসের জল গরম করতে পারেননি অনেক দিন। শাহরুখ খানের কোনও ছবি এই বছর মুক্তি পাচ্ছে না। রণবীর কাপুরের ছবি আসবে আগামী বছর। কিন্তু একটা বছর সিনেমা হলে দর্শক কম এলে, তার প্রভাব পড়ে আগামী বছরের উপর। হিন্দি সিনেমাতে দর্শক কম এলে, বাংলা ছবির পক্ষেও সমস্যা। জাতীয় স্তরের মাল্টিপ্লেক্স বা সিঙ্গল স্ক্রিনে ছবির ব্যবসা ক্রমশ কমলে, কিছু সিনেমা হল বন্ধ হয়ে যাবে। লক্ষণীয়, এই বছর বাংলা ছবির ব্যবসা মোটেই ভালো নয় এখনও পর্যন্ত।