কৌশানীর সাফল্য দেখে হিংসে হয় বনির? মুখ খুললেন নায়ক
বনি ও কৌশানির কথায় তাঁদের সম্পর্কে ভালবাসার সঙ্গে রয়েছে বন্ধুত্ব। আর একে অপরের সাফল্যে আনন্দ করলে তবেই দুজনে মিলে বেড়ে উঠা যায়। ছোটবেলা থেকে চলচ্চিত্র পরিবারে বেড়ে ওঠায় অভিনেতা বনি জানেন হিংসে নয় বরং কৌশনীর সাফল্যে গর্বিত হওয়াটাই আদর্শ।

বনি-কৌশানী জুটি বরাবরই দর্শকদের পছন্দের। সিনেমার বাইরেও এই জুটির জীবনের ‘হাঙ্গামা’ চলতেই থাকে। তাঁদের নতুন ছবি ‘হাঙ্গামা.কম’ বর্তমানে সিনেমা হলে চলছে আর এরই মাঝে মুক্তি পাবে কৌশানীর ছবি ‘কিলবিল স্যোশাইটি’ ।
বনি- কৌশানির বিয়ে ঘিরে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন এই জুটি। তবে গত বছর থেকে কৌশানীর কেরিয়ার তুঙ্গে। রাজ চক্রবর্তীর সিরিজ ‘আবার প্রলয়’ থেকে সাড়া ফেললেও কিছুদিন সেইভাবে কাজ হয়নি। এরপর ২০২৪-এ যখন ‘বহুরূপী’ সুপার হিট হয়, তখন থেকেই কৌশানী দর্শকদের ভালবাসা পেয়েছেন। কৌশানীর গান ট্রেড করছে সোশ্যাল মিডিয়ায়। যদিও তাঁর বন্ধু বনি সেনগুপ্তের ক্ষেত্রে তালিকাটা তুলনায় একটু পিছিয়েই আছে। এই বিষয় নিয়ে আলোচনার সময় TV9 বাংলার তরফ থেকে বনিকে প্রশ্ন করা হয়, তাঁরা দুজনেই সমবয়স্ক সমমনস্ক, কেরিয়ারেও তাঁরা প্রায় সমসাময়িক, সেখানে যখন কৌশানীর এই সাফল্য এসেছে, তখন কী বনিন হিংসে হয়?
এই প্রশ্নের উত্তরে বনি হেসে বলেন, “আমি এমন একটি পরিবারে বড় হয়েছি, যা মুলত সিনেমা জগতের সঙ্গে যুক্ত। আমার বাবা পরিচালক, মা অভিনেত্রী, আমি ছোটবেলা থেকে দেখেছি, শিখেছি জীবনের ওঠা পড়ার লড়াইটা। বাবার সমস্যায় মাকে পাশে থাকতে দেখেছি, আবার বাবাকে দেখেছি মায়ের সাফল্যে আনন্দ করতে। তাই কৌশানীর বহুরূপীর সাফল্যে আমি খুব খুশি। ‘কিলবিল স্যোসাইটি ‘ র প্রথম গান মুক্তি র সঙ্গে সঙ্গে কৌশানীকে মেসেজ করি। যদিও কৌশানীর এত কান্নাকাটি আমার বেশ দেখে মন খারাপ হয়েছে। কৌশানীর সাফল্যে আমি সত্যি খুশি।”
এদিন বনি আরও বলেন, “আমাদের বিয়ের করার কথা সবসময়ই সবাই জিজ্ঞেস করে, তাঁদের বলি এই সবে কৌশানির কেরিয়ার দারুণ চলছে , আমিও কাজ করছি, দুজনেই ভাল কাজ করছি, ব্যস্ত। তাই বিয়ের জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে হবে।”
বনি ও কৌশানির কথায় তাঁদের সম্পর্কে ভালবাসার সঙ্গে রয়েছে বন্ধুত্ব। আর একে অপরের সাফল্যে আনন্দ করলে তবেই দুজনে মিলে বেড়ে উঠা যায়। ছোটবেলা থেকে চলচ্চিত্র পরিবারে বেড়ে ওঠায় অভিনেতা বনি জানেন হিংসে নয় বরং কৌশনীর সাফল্যে গর্বিত হওয়াটাই আদর্শ। কারণ কৌশানীর চেষ্টা ও স্ট্রাগল খুব কাছ থেকে দেখেছেন বনি।





