
‘কিলবিল’ সোসাইটি ছবি মুক্তি পেয়েছে ১১ এপ্রিল। পঞ্চম সপ্তাহে পা দিয়েছে এই সুপারহিট ছবি। এই বছর ‘কিলবিল সোসাইটি’ ছবির জন্যই কৌশানী মুখোপাধ্যায় চর্চায় রয়েছেন। কৌশানীর অনুরাগীরা সেই ছবি দেখে ফেললেও, বনি সেনগুপ্ত ছবিটা দেখেননি। কেন এমন সিদ্ধান্ত? TV9 বাংলার প্রশ্নের উত্তরে বনি জানালেন, ”ছবিটা দেখা হয়নি। একদম সময় পাচ্ছি না। কৌশানীর জন্মদিনের জন্য বেড়াতেও যাব।”
ছবিটা এখনও দেখা হয়নি বলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে বনির, তা বোঝা গেল অভিনেতার এক্সপ্রেশন থেকে। আসলে বছরের শুরু থেকেই ব্যস্ত হয়ে রয়েছেন অভিনেতা। এই বছর সেলিব্রিটি ক্রিকেট লিগ খেলার জন্য তাঁকে শহরের বাইরে থাকতে হয়েছে বেশ কিছুদিন। তারপর ওডিশাতে ছবির কাজে গিয়েছিলেন বনি।
সামনে আবার একাধিক ছবির শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন বনি সেনগুপ্ত, সেই খবর পাকা। ‘উইন্ডোজ’ প্রযোজনা সংস্থার ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করতে পারেন বনি, এমন চর্চা ছিল টলিপাড়ায়। এতদিন বাংলা বাণিজ্যিক ছবিতেই বেশিরভাগ সময়ে দেখা গিয়েছে বনিকে। কৌশানীর মতো তিনি কেন নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় বা সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় কাজ করছেন না, তা নিয়ে প্রশ্ন করেছিলেন অনুরাগীরা। এবার অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় কাজ করবেন কিনা বনি, তা জানতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
কৌশানীর জন্মদিন দারুণভাবে শহরে সেলিব্রেট করেছেন বনি। বেড়ানোর প্ল্যান দারুণ। তবে কৌশানীর নতুন ছবি বনি কেন দেখতে এত দেরি করছেন, তা নিয়ে অনেক অনুরাগীরাই প্রশ্ন করছেন। কৌশানীর বাবা অবশ্য প্রথম দিনেই দেখেছেন ‘কিলবিল সোসাইটি’।