
স্টার জলসা চ্যানেলে শুরু হয়েছিল নতুন ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’। ৫মে এই ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়েছিল। তবে তিন মাস হওয়ার আগেই নাকি বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক, এমনই খবর ছড়িয়ে পড়েছে। চ্যানেলের তরফে সেটা ঘোষণা করা হয়নি এখনও। তবে শোনা যাচ্ছে ‘গীতা এলএলবি’ ধারাবাহিকের স্লট পরিবর্তন হচ্ছে। সেই কারণে ‘বুলেট সরোজিনী’-র জায়গায় দেখানো হবে নতুন ধারাবাহিক।
জি বাংলা চ্যনেলে সন্ধে সাড়ে ছ’ টায় দেখানো হয় ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি। সেখানে এত দিন দেখানো হতো গীতার গল্প। অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিকটা। তবে শেষ কয়েক সপ্তাহ জি বাংলার ধারাবাহিকের থেকে এই ধারাবাহিকের টিআরপি কম হওয়ার কারণে এখন স্লট পরিবর্তন করা হবে ধারাবাহিকের, তেমনই শোনা গেল। নতুন ধারাবাহিক ‘লক্ষ্মীর ঝাঁপি’ দেখানো হবে স্টার জলসায়, সন্ধে সাড়ে ছ’ টায়।
সেই কারণে ‘গীতা এলএলবি’ ধারাবাহিকের স্লট বদল হচ্ছে। ‘বুলেট সরোজিনী’-র জায়গায় সেই ধারাবাহিক দেখানো হবে বলে খবর। তাই বন্ধ করে দেওয়া হতে পারে ‘বুলেট সরোজিনী’। জি বাংলায় অঞ্জনা বসুর ‘কুসুম’ ভালো ফল করছে। ‘বুলেট সরোজিনী’ যখন শুরু হয়েছিল তখন সেখানে কাজ করতে শুরু করেন শ্রীময়ী চট্টরাজ। কিছুদিন কাজ করার পর তিনি অবশ্য ধারাবাহিকটি ছেড়ে দেন। কারণ তাঁকে যেরকম মায়ের চরিত্র দেওয়া হয়েছিল, তার সঙ্গে নিজেকে মানানসই মনে করেননি শ্রীময়ী। এবার পুরো ধারাবাহিকই বন্ধ হয়ে যেতে পারে বলে চর্চা শুরু হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত স্টার জলসা চ্যানেল কী সিদ্ধান্ত নেবে, সেটা দেখার অপেক্ষা।