বেশিরভাগই ভুল উত্তর দিচ্ছেন, বলিউডের এই বাঙালি নায়িকাকে আপনি চিনতে পারলেন?
Bengali Actress: কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে সে। গোল-গোল চোখ। মুখে দুষ্টু-মিষ্টি হাসি খেলে যাচ্ছে। চোখের উপর চুল পড়ছে। বেগুনি জামা পরে হাসি চেপে দাঁড়িয়ে রয়েছে সে। কোন অভিনেত্রীর ছবি বলতে পারেন? এই ছবি নিয়েই সামাজিক মাধ্যমে বেজায় শোরগোল।

কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে সে। গোল-গোল চোখ। মুখে দুষ্টু-মিষ্টি হাসি খেলে যাচ্ছে। চোখের উপর চুল পড়ছে। বেগুনি জামা পরে হাসি চেপে দাঁড়িয়ে রয়েছে সে। কোন অভিনেত্রীর ছবি বলতে পারেন? এই ছবি নিয়েই সামাজিক মাধ্যমে বেজায় শোরগোল। ছবিটি একটি বাঙালি নায়িকার। তবে তিনি টলিউডের নয়, এক্কেবারে বলিউডের। বেছে বেছে টলিউডের কিছু ছবি করেছেন বটে, কিন্তু সে নিতান্তই হাতেগোনা। কে এই নায়িকা চিনতে পারেন? বেশিরভাগই নেটিজেনই দিচ্ছেন ভুল উত্তর। কেউ বলছেন কাজল, আবার কেউ বলছেন এটি নাকি রানি মুখোপাধ্যায়ের ছবি। তবে কাজল ও রানি ছাড়াও যে আরও অনেক বাঙালিই বলিউডে রাজত্ব করেছেন।
সবাই ভুল উত্তর দিলেও অভিনেত্রীর স্বামী কিন্তু চিনতে পেরেছেন তাঁর স্ত্রীকে। মন্তব্য বক্সে এসে লিখেছেন, ‘ছোট্ট গুন্ডা’। অভিনেত্রীর স্বামীও অভিনেতা। বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন ছোট পর্দা দিয়ে। তবে এখন বড় পর্দাতেও তিনি যথেষ্ট সাবলীল। খুব জলদিই মুক্তি পাবে তাঁর ছবি। আর ওই অভিনেত্রী মা হয়েছেন বছর খানেক আগেই।
এবার নিশ্চয়ই বুঝতে পেরেই গিয়েছেন কোন বঙ্গতনয়ার কথা বলা হচ্ছে? তিনি আর কেউ নন, বোল্ড অ্যান্ড বিউটিফুল বিপাশা বসু। ছোটবেলায় এরকমই ছিলেন তিনি। এরকমই দুষ্টু, সে কথা নিজেই শেয়ার করেছেন তিনি। এখন তিনি মা। তাঁর মেয়ের নাম রেখেছেন দেবী। স্বামী করণ সিং গ্রোভার ও দেবীকে নিয়ে সুখের সংসার তাঁর।





