অনীকের ছোট্ট ছেলের ‘শুভ অন্নপ্রাশন’, রইল অনুষ্ঠানের মিষ্টি কিছু ছবি

Aneek Dhar: গত বছর সেপ্টেম্বর মাসে দ্বিতীয় বারের জন্য বাবা হয়েছিলেন গায়ক অনীক ধর। কোল আলো করে এসেছিল ছোট্ট আদাবান। কিছু দিন আগে মেয়ে আদ্যা ও ছেলেকে নিয়ে ইন্দোনেশিয়ায় ঘুরে এসেছিলেন অনীক।

অনীকের ছোট্ট ছেলের শুভ অন্নপ্রাশন, রইল অনুষ্ঠানের মিষ্টি কিছু ছবি

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 24, 2024 | 9:54 PM

 

অনীক ধর, বাংলা সঙ্গীত জগতের পরিচিত মুখ তিনি। কিছু মাস আগেই বাবা হয়েছেন অনীক। কোল আলো করে এসেছে তাঁর ছোট আদাবান। তারই অন্নপ্রাশন অনুষ্ঠিত হল কিছু দিন আগেই। ছোট্ট আদাবানের সেই বিশেষ দিনের বেশ কিছু ছবি শেয়ার করেছেন অনীক। লিখেছেন, “ওর শুভ অন্নপ্রাশন উপলক্ষে বাড়ির অনুষ্ঠান ঈশ্বরের কৃপায় খুব সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। এই দিনে আমার পুত্রকে আশীর্বাদ করার জন্য, আমার পরিবারের সবাইকে, আমাদের কুল পুরোহিত শ্রী বাসুদেব চক্রবর্তী মহাশয় ও বিশেষ অতিথিদের আমার বুক ভরা ভালবাসা ও শুভেচ্ছা।”

অনীককে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই। আগামী দিনে তাঁর পরিবারের সুখ সমৃদ্ধি যেন এভাবেই বজায় থাকে, এই কামনাই করেছেন সবাই। গত বছর সেপ্টেম্বর মাসে দ্বিতীয় বারের জন্য বাবা হয়েছিলেন গায়ক অনীক ধর। কোল আলো করে এসেছিল ছোট্ট আদাবান। কিছু দিন আগে মেয়ে আদ্যা ও ছেলেকে নিয়ে ইন্দোনেশিয়ায় ঘুরে এসেছিলেন অনীক। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও।

রিয়ালিটি শো থেকে উত্থান অনীক ধরের। মুম্বইয়ের রিয়ালিটি শো’য়েও অংশ নিয়েছিলেন তিনি। হয়েছিলেন প্রথমও। এর পর বাংলা ইন্ডাস্ট্রিতে বানিয়েছেন নিজের পরিচয়। সমানতালে চলছে গান গাওয়া। তবে তিনি কিন্তু পুরোদস্তুর ফ্যামিলি ম্যান। কাজ থাকলেও পরিবারকে সময় দেন নিয়ম করে।