শক্তির প্রতীক, নতুন রূপে বাসবদত্তা, অন্যায়ের প্রতিবাদে সামিল অভিনেত্রী

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 12, 2024 | 8:41 PM

Shaktirupenn: ছোট পর্দায় সাফল্যের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। বড় পর্দাতেও কাজ করেছেন তিনি। এবার ওয়েব সিরিজেও হাতেখড়ু হতে চলেছে অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়ের। কলকাতা থেকে তিন ঘণ্টার দূরত্বে অবস্থিত গ্রাম সুটিয়া।

শক্তির প্রতীক, নতুন রূপে বাসবদত্তা, অন্যায়ের প্রতিবাদে সামিল অভিনেত্রী

Follow Us

ছোট পর্দায় সাফল্যের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। বড় পর্দাতেও কাজ করেছেন তিনি। এবার ওয়েব সিরিজেও হাতেখড়ু হতে চলেছে অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়ের। কলকাতা থেকে তিন ঘণ্টার দূরত্বে অবস্থিত গ্রাম সুটিয়া। বরুণ বিশ্বাসের গ্রাম বলেই এটি বিশেষ পরিচিত। এই গ্রামেই একটার পর একটা ধর্ষণ ঘটেছিল। এমন অবস্থায় গল্পের কেন্দ্রীয় নারী চরিত্র দময়ন্তীর গাড়ির সামনে আসে এক মেয়ে। সে তাঁকে বাঁচাতে চাইলেও গল্পের নায়ক বাধা দেয়। মেয়েটি ধর্ষিতা হয়েছে। সে কি পাবে ন্যায়বিচার? দময়ন্তীই বা কীভাবে এই চরিত্রের সঙ্গে যুক্ত হয়ে যাবে তা নিয়েই এই সিরিজটি। সিরিজের নাম ‘শক্তিরূপেণ’।

সিরিজ নিয়ে বাসবদত্তার বক্তব্য, “শক্তিরূপেণ ওয়েব সিরিজে আমি যে চরিত্রটি করেছি সেও তেমনি একটি প্রতিবাদী নারী চরিত্র। এর আগে বহু প্রতিবাদী নারী চরিত্রে অভিনয় করেছি, কিন্তু দময়ন্তী চট্টোপাধ্যায় আমাকে নতুন ভাবে ভাবতে শিখিয়েছে। এটি আমার করা অন্যতম একটি পছন্দের চরিত্র হয়ে থেকে যাবে। সত্যি ঘটনা অবলম্বনে তৈরি এই সিরিজটি।” তিনি যোগ করেন, “তসলিমা নাসরিনের লেখা থেকে ধার করে একটা কথাই বলব। “শত সহস্র বছর তুমি ভাল ছিলে মেয়ে, এবার একটু মন্দ হও।” অর্থাৎ, অন্যায় কে চোখের সামনে দেখেও মুখ বুজে সেটা সহ্য না করে প্রতিবাদ করার মত সাহস, ধর্ষণের মত অন্যায়কেও দিতে পারে। ভবিষ্যতে আমার মেয়েকেও অন্যায়ের প্রতিবাদ করার শিক্ষাটাই দেব।”

এই সিরিজের পরিচালক সুরজিৎ মুখোপাধ্যায়। কাহিনী চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন, অম্লান মজুমদার। ছবিতে বাসবদত্তা ছাড়াও দেখা যাবে রেজওয়ান। তাঁরও ওটিটিতে প্রথম কাজ এটি।

Next Article