‘দূরে থাকার কারণে…’, সোহিনীকে ভালবেসে এই কাজ শোভনের! মুগ্ধ হলেন ভক্তরা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 18, 2024 | 9:27 PM

গত বছরের মাঝামাঝি থেকেই সম্পর্ক রয়েছেন ওঁরা। এর আগে সোহিনীর সঙ্গে এক প্রেমময় ছবি পোস্ট করেই মুছে দিয়েছিলেন শোভন। যদিও এর পর থেকে বিক্ষিপ্ত ছবি শেয়ার করেই চলেছেন দু'জনে, ইঙ্গিতেই বুঝিয়ে দিচ্ছেন অনেক কিছুই।

দূরে থাকার কারণে..., সোহিনীকে ভালবেসে এই কাজ শোভনের! মুগ্ধ হলেন ভক্তরা
শোভন এবং সোহিনী।

Follow Us

শহর শীতে কাঁপছে। জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের খবরও আসছে। এ সবের মধ্যেই গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের মনে বসন্ত এসে গিয়েছে। তাঁর মন জুড়ে সরকারের রাজত্ব। গোপন প্রেমের ইজহার করলেন এক অভিনব কায়দায়। শোভন প্রেমিক মানুষ। ইমন চক্রবর্তী থেকে শুরু করে স্বস্তিকা দত্ত– এযাবৎ তাঁর প্রেমিকার সংখ্যা নেহাত কম নয়! তবে তাঁরা অতীত। শোভনের মন জুড়ে এখন সরকার-রাজ। অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে সম্পর্কের কথা সরাসরি স্বীকার না করলেও তাঁরা যে প্রেম করছেন, এ খবর কারও অজানা নয়। মাঝেমধ্যেই ইনস্টাগ্রাম থেকে সেই আভাস দেন তাঁরা। এবার শোভনও করলেন সেই কাজ।

অস্ফুটেই বলে দিলেন অনেক কিছুই। এক প্রেমের গান গেয়েছেন শোভন। লুকোচুতি ছবির সেই আইকনিক গান ‘এই তো হেথায় কুঞ্জ ছায়ায়…’। গায়ক গান গাইবেন, এর মধ্যে অভিনবত্বের কিছুই নেই। অভিনব হল শোভন গান গাওয়ার আগে যা বলেছেন। গান শুরুর আগেই শোভন বললেন, “যে সরকারের পরিবর্তনশীল নয় তাঁর জন্য এই গানটা। দূরে থাকার কারণে যে মাধ্যমে মানুষকে সবচেয়ে বেশি কাছে আনে, তা হল গান, আর আজকের এই গানটার তাঁর জন্য”। এখানে সরকার কে, তা বুঝিয়ে দিয়েছেন নেটিজেনরাই। প্রেমের এ হেন প্রকাশে মুগ্ধ তাঁরাও।

গত বছরের মাঝামাঝি থেকেই সম্পর্ক রয়েছেন ওঁরা। এর আগে সোহিনীর সঙ্গে এক প্রেমময় ছবি পোস্ট করেই মুছে দিয়েছিলেন শোভন। যদিও এর পর থেকে বিক্ষিপ্ত ছবি শেয়ার করেই চলেছেন দু’জনে, ইঙ্গিতেই বুঝিয়ে দিচ্ছেন অনেক কিছুই।

 

Next Article