
সোশ্যাল মিডিয়ায় দেবের ছবি মাঝে-মাঝে ভাইরাল হয়। তিনি কোনও ছবির জন্য নতুন লুকে ছবি দিলে, সেটা পছন্দ হয় অনুরাগীদের। মায়ের সঙ্গে ছবি দিলেও দেবের অনুরাগীরা তা দেখে খুশি হয়ে যান। ‘ধূমকেতু’ ছবির জন্য দেবের বৃদ্ধ বয়সের লুকের ছবি এক সময়ে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। ছবিটা এখনও মুক্তি না পেলেও, সেই লুক হিট।
তবে এবার দেবের যে লুক সামনে এলো, তার চমক কিছু কম নয়। দেবের যখন একেবারে কম বয়স ছিল, যখন তিনি স্কুলের গণ্ডি পার করেননি, সেই সময়ের একটা ছবি সামনে এসেছে। যে ছবি এক ঝলক দেখলে দেবকে চেনা যায় না। তবে একটু মন দিয়ে দেখলে বোঝা যাবে এটা এখন বাংলার সুপারস্টারের ছোটবেলার ছবি।
সেই কম বয়সের ছবির সঙ্গে দেবের এখনকার একটা ছবির তুলনা করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে দেবের এক অনুরাগী লিখেছেন, ”ছবিটা দেখে আবেগপ্রবণ হয়ে যাওয়া ছাড়া কোনও উপায় নেই। কতটা পথ পেরিয়ে, কত চ্যালেঞ্জ নিয়ে দেব আজকে সাফল্যের শীর্ষে পৌঁছেছেন, তা ভাবলে ভালো লাগে।”
এই মুহূর্তে একমুখ দাড়িতে বেশ অন্যরকম দেখতে লাগছে দেবকে। সেটা তাঁর দুর্গাপুজোর ছবি ‘রঘুডাকাত’-এর লুক। আউটডোরে শুটিংয়ের পর এখন সেই ছবির শুটিং চলছে শহরে। ছবিতে দেবের যা লুক আছে, তা তাক লাগিয়ে দেওয়ার মতো, বলছেন ইউনিটের সদস্যরা। গত বছর বড়দিনে ‘খাদান’ ছবি উপহার দিয়েছিলেন দেব। এবার দুর্গাপুজোয় আর বড়দিনে তিনি নতুন ছবি উপহার দেবেন দর্শকদের, সেটাই ঠিক রয়েছে এখনও পর্যন্ত।