‘ওই আমায় খাইয়েছে-পরিয়েছে, মেয়ের বিয়ে দিয়েছে’, কোন সত্যি সামনে আনলেন চিরঞ্জিত?

ব্যক্তি হিসেবে তিনি দীপক। যদিও মানুষ বরাবরই চিরঞ্জিতকেই চিনে এসেছেন। কখনও নিজের এই দুই সত্ত্বার মধ্যে লড়াই হয়? নিজের অন্তরের সেই দুই অধ্যায় নিয়ে মুখ খুললেন চিরঞ্জিৎ। 

ওই আমায় খাইয়েছে-পরিয়েছে, মেয়ের বিয়ে দিয়েছে, কোন সত্যি সামনে আনলেন চিরঞ্জিত?

| Edited By: জয়িতা চন্দ্র

Jul 16, 2025 | 4:04 PM

চিরঞ্জিত চক্রবর্তী। টলিপাড়ার অন্যতম সুপারস্টার। একগুচ্ছ হিট ছবি যিনি বাঙালিদের উপহার দিয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছেন নিজেকে। অভিনয়ের দাপটে মন জয় করেছেন সকলের। রোজগারও নেহাতই কম নয়। তবে কে তাঁকে এতদিন ধে খাওয়াচ্ছে পরাচ্ছে? সম্প্রতি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পডকাস্ট সহজ কথাতে এসে কোন সত্যি সামনে আনলেন অভিনেতা?

নাহ, তিনি অন্য কারও কথা বলেননি। বরং স্পষ্ট করলেন নিজের দুই সত্ত্বার কথা। অর্থাৎ যে দীপককে অনেকেই চেনেন না, নিজের সেইদিকটার কথায় কথায় তুলে ধরলেন। পর্দায় সামনে তিনি হয়ে উঠেছেন চিরঞ্জিত। তবে ব্যক্তি হিসেবে তিনি দীপক। যদিও মানুষ বরাবরই চিরঞ্জিতকেই চিনে এসেছেন। কখনও নিজের এই দুই সত্ত্বার মধ্যে লড়াই হয়? নিজের অন্তরের সেই দুই অধ্যায় নিয়ে মুখ খুললেন চিরঞ্জিৎ।

বললেন, “দীপক করতে পারত অনেক কিছু, কিন্তু দীপকের মুশকিল হল, দীপক সেগুলো করতে পারল না। জীবনের নিয়ম। অনেক রোল হয় না, জীবনে অনেক জিনিস করা যায় না। আমি একটা দীপকের মতো করে ছবি বানিয়েছিলাম, যার নাম ছিল ‘ভয়’। কিন্তু ওটা চলেনি। আমার যাঁরা ডিস্ট্রিবিউটর ছিলেন, আমার পার্টনার যাঁরা ছিলেন, তাঁরা বললেন, এই ছবি বানালে হবে না। আবার আমি ফিরে গেলাম কমার্শিয়াল সেটআপ-এ। চিরঞ্জিতের ছবিতে। চিরঞ্জিত ওভার শ্যাডো করে দিল। যদিও আমি ওর কাছে কৃতজ্ঞ, বয়সে কম, ও আমার থেকে ছোট, কিন্তু আমায় খাইয়েছে পড়িয়েছে ওই। আমার মেয়ের বিয়ে দিয়েছে ও।”

অর্থাৎ অভিনেতার ভিতরে থাকা দীপক অনেক ক্ষেত্রেই চাপা পড়ে গিয়েছে চিরঞ্জিতের লাইমলাইটে। তাঁকে সকলে চিরঞ্জিত হিসেবেই চিনেছে। তিনি সেই সত্ত্বা দিয়েই রোজগার করেছেন দুইহাতে। আর সেই সত্ত্বাই তাঁকে লালন-পালন করে চলেছে।