Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL Controversy: আক্ষেপ! শ্রেয়ার গান নিয়ে বিতর্ক উস্কে দিলেন অভিনেতা চিরঞ্জিত

Controversy: নেট পাড়ায় উঠেছে প্রশ্ন। এবার সেই বিতর্ক আরও বেড়ে গেল যখন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর গলাতেও শোনা গেল একই আক্ষেপ।

IPL Controversy: আক্ষেপ! শ্রেয়ার গান নিয়ে বিতর্ক উস্কে দিলেন অভিনেতা চিরঞ্জিত
Follow Us:
| Edited By: | Updated on: Mar 24, 2025 | 9:26 AM

আইপিএল ২০২৫-এর উদ্বোধন হয়ে গেল শনিবার কলকাতার ময়দান ইডেন গার্ডেনে। জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমেই শুরু হল এবারের আইপিএল। তবে এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই এবার দানা বাঁধছে বিতর্ক।

সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল বাঙালি হয়েও এই অনুষ্ঠানে একটিও বাংলা গান গাইলেন না! যেখানে বাংলার বুকে উদ্বোধনী অনুষ্ঠান! নেট পাড়ায় উঠেছে প্রশ্ন। এবার সেই বিতর্ক আরও বেড়ে গেল যখন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর গলাতেও শোনা গেল একই আক্ষেপ।

গতবার আইপিএল-এর উদ্বোধনে সকলকে মাতিয়েছিলেন অরিজিৎ সিং। এবারে মঞ্চে ওঠেন শ্রেয়া ঘোষাল। বাংলার এই মেয়েকে ঘিরে প্রত্যাশার পারদ বরাবরই থাকে তুঙ্গে। তবে এবার হয়তো একটু হতাশ করলেন শ্রেয়া তাঁর শ্রোতাদের। যার মধ্যে অন্যতম কারণ হল, বাংলার মাটিতে হাজার হাজার বাঙালি দর্শকের সামনে থেকেও, বাংলায় একটাও গান গাইলেন না শ্রেয়া।

সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে লেখালেখি শুরু। এবার সেই একই কথা বললেন অভিনেতা চিরঞ্জিত । তিনি একটি অনুষ্ঠান এসে বললেন, ‘শ্রেয়া বাঙালি। কলকাতায় যখন আইপিএলের উদ্বোধন, সেখানে সব গানের মাঝে দু-লাইন হলেও বাংলা গান গাইতে পারতেন। বাঙালিরাই যদি বাংলাকে ভুলে যান, তাহলে কী করে চলবে! অনেক টুকরো গানের মালা গেঁথেছিলেন, তার মধ্যে এক কলিও বাংলা গান শুনলাম না।”

বহুদিন ধরেই এই হিন্দি আর বাংলা গানকে কেন্দ্র করে নানা বিতর্ক চলে আসছে ইন্ডাস্ট্রিতে। বাংলায় অনুষ্ঠান করে বাংলা গান তথা ভাষাকে প্রাধান্য না দেওয়া নিয়ে তরজাও চলেছে। এবারের এই বিতর্ক কোন দিকে যায়, সেটাই দেখার। যদিও এই প্রসঙ্গে এখনও মুখ খোলেননি গায়িকা।