দাদু মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। দিদা কিংবদন্তি অভিনেত্রী জয়া বচ্চন । মামা অভিষেক বচ্চনও (Abhishek Bachchan) বলিউডে প্রথম সারির অভিনেতা। এবার সেই একই পথে অগস্ত্য নন্দা।শ্বেতা বচ্চন ও নিখিল নন্দার একমাত্র পুত্র অগস্ত্য (Agastya)। অনেকদিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে পড়ল শিলমোহর। বলিউড সূত্রে খবর খুব শিগগিরি বড় পর্দায় অভিষেক ঘটতে চলেছে অগস্ত্য নন্দার।
কখনও শপিং মল, কখনও আবার ফ্যামিলি ডিনারে বিভিন্ন সময়ে পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে দেখা যায় অগস্ত্যকে।যদিও অগস্ত্যর থেকেও দিদি নভ্যা নভেলি নন্দা বরাবরই পাপারৎজি’র ভীষণ প্রিয়। সুযোগ পেলেই ক্যামেরাবন্দী করতে ছাড়ে না। ইনস্টাগ্রামে ফলোয়ার্সের সংখ্যা রীতিমত অনেক সেলিব্রিটি কে হার মানায়। তাই অনেকেরই ধারণা ছিল হয় তো বড়পর্দায় প্রথমে নভ্যাকেই দেখা যাবে। কিন্তু না। মা শ্বেতা বরাবরই ভীষণ স্ট্রিক্ট। কখনই চান না মেয়ে এই জগতে আসুক।
আরও পড়ুন:আমির খানের জুতোয় এবার পা গলালেন হৃতিক রোশন!
আপাতত অগস্ত্যর হাত ধরেই বি–টাউনে শুভসূচনা হতে চলেছে বচ্চন খানদানের তৃতীয় প্রজন্মের।ইতিমধ্যেই বিদেশে পড়াশুনোও প্রায় শেষ অগস্ত্যর। শোনা যাচ্ছে তাঁকে ছবিতে নিয়ে বেশ খুশি পরিচালক। খুব তাড়াতাড়ি হতে চলেছে তার আনুষ্ঠানিক ঘোষণা। অপেক্ষা আর মাত্র ক’টা দিনের। আসতে চলেছে বড় চমক।