AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আমির খানের জুতোয় এবার পা গলালেন হৃতিক রোশন!

আমির খানের ছেড়ে দেওয়া জুতোয় এবার পা গলালেন হৃতিক রোশন! কিছুদিন আগেই ‘বিক্রম ভেধা’-র হিন্দি রিমেকে অভিনয় করার জন্য আমির খান এবং সইফ আলি খান দু’জনকেই স্ক্রিপ্ট শোনান হয়েছিল। কিন্তু স্ক্রিপ্ট শুনে পছন্দ হয়নি আমির খানের।তাই প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এবার আমির খানের চরিত্রটাই করতে রাজি হয়েছেন হৃতিক রোশন!

আমির খানের জুতোয় এবার পা গলালেন হৃতিক রোশন!
হৃতিক রোশন
| Updated on: Dec 26, 2020 | 4:33 PM
Share

আমির খানের (Aamir Khan) ছেড়ে দেওয়া জুতোয় এবার পা গলালেন হৃতিক রোশন (Hrithik Roshan)! ভাবছেন তো, হঠাৎ আমিরের জুতোয় হৃতিক পা গলাতে যাবেন কেন? কিন্তু তিনি গলিয়েছেন। কীভাবে? কিছুদিন আগেই মাধবন এবং বিজয় সেতুপতি অভিনীত তামিল ছবি ‘বিক্রম ভেধা’হিন্দি রিমেকে অভিনয় করার জন্য আমির খান এবং সইফ আলি খান দু’জনকেই স্ক্রিপ্ট শোনান হয়েছিল। কিন্তু স্ক্রিপ্ট শুনে পছন্দ হয়নি আমির খানের।তাই প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন পারফেকশনিস্টএবার আমির খানের চরিত্রটাই করতে রাজি হয়েছেন হৃতিক রোশন!

সূত্র থেকে পাওয়া খবর, বেশ কয়েক মাস ধরেই কথাবার্তা চলছিল হৃতিক রোশনের সঙ্গে। এমনকী আমিরের আগে নাকি হৃতিককেই ভাবা হয়েছিল চরিত্রটার জন্য! কিন্তু কোনও কারণে সেই ভাবনা ফলপ্রসূ হয়নি।অবশেষে হৃতিকের কাছেই চরিত্রটি এল এবং তিনি রাজি হলেন।

আরও পড়ুন:বড়দিনেই প্রকাশ্যে প্রেম, আদরের ছবি শেয়ার ‘গঙ্গারাম’ অভিষেকের

হৃতিক রোশন এবং সইফ আলি খান দু’জনেই করছেন ‘বিক্রম ভেধা’র হিন্দি রিমেক। তবে ‘বিক্রম ভেধা’ করার আগে হৃতিক ওঁর ডিজিটাল ডেবিউ ‘নাইট ম্যানেজার’এর শুটিং শেষ করবেন। সূত্র থেকে পাওয়া খবর পর পর দুটো ছবিতে দুটো বিপরীত ধর্মী চরিত্রে অভিনয় করতে পেরে খুশি হৃতিক।

দুটো ছবি ছাড়াও পাইপ লাইনে বেশ কয়েকটা ছবি আছে হৃতিক রোশনের। ‘ক্রিশ ৪’, সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটারস’, ‘ওয়ার ২’ পর পর ছবি। বোঝাই যাচ্ছে ২০২১এ হৃতিকের ঝুলিতে ভরা ছবি।