বড়দিনেই প্রকাশ্যে প্রেম, আদরের ছবি শেয়ার ‘গঙ্গারাম’ অভিষেকের
‘যব প্যায়ার কিয়া তো ডরনা ক্যয়া’… টলিপাড়ার নয়া ট্রেন্ড এখন ৬০-এর দশকের এই আইকনিক গানটি। রুদ্রজিৎ-প্রমিতাই হোক অথবা নীল-তৃণা…প্রেম লুকিয়ে রাখার পুরনো ফর্মুলা এখন অতীত। তারকা জুটির ইনস্টাগ্রামে রিয়েল লাইফ পার্টনারের সঙ্গে হাতে-হাত অথবা একসঙ্গে সেলফি এখন ট্রেন্ডে পুরোপুরি ইন। সেই ট্রেন্ডেই এ বার সামিল হলেন টলিপাড়ার আর এক হট অ্যান্ড হ্যাপেনিং জুটি অভিষেক বসু […]
‘যব প্যায়ার কিয়া তো ডরনা ক্যয়া’… টলিপাড়ার নয়া ট্রেন্ড এখন ৬০-এর দশকের এই আইকনিক গানটি। রুদ্রজিৎ-প্রমিতাই হোক অথবা নীল-তৃণা…প্রেম লুকিয়ে রাখার পুরনো ফর্মুলা এখন অতীত। তারকা জুটির ইনস্টাগ্রামে রিয়েল লাইফ পার্টনারের সঙ্গে হাতে-হাত অথবা একসঙ্গে সেলফি এখন ট্রেন্ডে পুরোপুরি ইন। সেই ট্রেন্ডেই এ বার সামিল হলেন টলিপাড়ার আর এক হট অ্যান্ড হ্যাপেনিং জুটি অভিষেক বসু এবং দিয়া মুখোপাধ্যায়। তাঁদের প্রেমের খবর এযাবত সবাই জানলেও এই প্রথম বার বড়দিনে আদরে মাখা ছবি পোস্ট করলেন তাঁরা।
অভিষেকের ইনস্টাগ্রাম বলছে, তাঁর জীবনে সান্তা হলেন দিয়াই। লাল শর্ট ড্রেসে অভিষেকের দুই হাত জাপটে রয়েছে তাঁকে। তাঁর উষ্ণ আলিঙ্গনে আদরে খিলখিলিয়ে উঠছেন দিয়াও। অভিষেকের ঠোঁট ছুঁয়ে নিচ্ছে দিয়ার গাল। পর্দার ‘নেতাজি’ , ‘গঙ্গারাম’ যে অফস্ক্রিন এতটা রোম্যান্টিক তা দিয়া হয়তো আগে জানলেও এই প্রথম প্রকাশ্যে এল। মুগ্ধ অনুরাগীরাও।
View this post on Instagram
অভিষেক এবং দিয়ার প্রেম কিন্তু নতুন নয়। তাঁদের আলাপ ধারাবাহিক ‘সীমারেখা’র সেটে। সেই ধারাবাহিকে অভিষেক এবং দিয়ার অনস্ক্রিন কেমিস্ট্রি মনে ধরেছিল দর্শকদের। সেই অনস্ক্রিন প্রেম কখন যে অফস্ক্রিনেও ছড়িয়ে পড়েছে তা হয়তো বুঝতেই পারেননি তাঁরা। অভিষেক ভাল আঁকেন। এ বছর দিয়ার জন্মদিনে তাঁর উপহার ছিল নিজের হাতে আঁকা দিয়ার ছবি। ‘নেতাজি’ ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার পর আপাতত ‘গঙ্গারাম’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকে।