গান দিয়ে বর্ডার পেরিয়ে বাংলাদেশ জয়, যশ-নুসরতের গান মিলিয়ান ভিউ পার
তরুণ দুই সঙ্গীত শিল্পী প্রীতম ও লিংকনের আড়ি সিনেমার একটি গান বাংলাদেশের ভিউয়াররা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন।

কাঁটাতার দিয়ে দেশ আলাদা করা যায় তবে শিল্প ,সংস্কৃতি , গানকে কোন বর্ডার আটকে রাখতে পারেনা। সাম্প্রতি যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের ছবি ‘আড়ি’ মুক্তি পেয়েছিল, দর্শকদের প্রশংসা পেয়েছে। তবে, এই ছবির একটি গান ‘তোর মত করে কেউ…’ দুই বাংলার দর্শকদের মধ্যে খুব জনপ্রিয় হয়েছে। তরুণ দুই সঙ্গীত শিল্পী প্রীতম ও লিংকনের আড়ি ছবির গান যা যশ-নুসরতের উপর চিত্রায়িত হয়েছিল মিলিয়ন ভিউ পেরিয়ে গিয়েছে। ওপার বাংলার দর্শকদের কমেন্ট দুই বাংলার পুরনো সম্পর্কের কথা মনে করাচ্ছে।
এই নিয়ে Tv9বাংলার তরফ থেকে যশ দাশগুপ্তের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ” বাংলাদেশ থেকে এর আগেও অনেক ভালবাসা পেয়েছি , এমনকি বর্ডারের ওপর থেকেও আমাদের সোশ্যাল মিডিয়ার অনেক ফলোয়ার আছেন। আমাদের গানের এই রেসপন্স ভীষণ ভালো লাগছে। ‘আড়ি’ পশ্চিমবঙ্গের দর্শক দেখেছে ,প্রশংসাও করেছৈ। ছবিটি ভাল চলেছে, এখনও নন্দনে হাউসফুল চলছে। কিন্তু এই ছবি আমরা বাংলাদেশে রিলিজ করতে পারিনি। কিন্তু গানকে সীমানায় বাঁধা যায়না।বর্তমানে দুই দেশের মধ্যে এত সমস্যা থাকা সত্ত্বেও ওপারের দর্শকদের থেকে এত প্রশংসা পেয়ে খুব খুশি।”

এই গানের জনপ্রিয়তায় খুশি সঙ্গীত শিল্পী প্রীতম কুমার। তিনি TV বাংলাকে জানালেন, ” প্রথম ছয় দিনের মাথাতেই এই গানের ভিউ মিলিয়ন পেরিয়ে গিয়েছিল, এখন তো সেই সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। আসলে দুই দেশের মধ্যে এত টেনশন চলছে, তাতেও সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের দর্শকদের নানা উৎসাহ মুলক কমেন্ট ভাল লাগছে। তবে শুধুই বাংলাদেশ নয় পৃথিবীর সব প্রান্তে যেখানে বাঙালি রয়েছে। তাদের ভালবাসা পাচ্ছে এই গান। পশ্চিমবঙ্গেও বিভিন্ন মিউজিক ডিরেক্টর আমাকে ফোন করে প্রশংসা করেছে। আমি আশা করছি এই গান বিভিন্ন অনুষ্ঠানে বাজবে। ” জশ-নুসরত জুটির এই গানের দৃশ্যায়ন , সুর ,কথা সব মিলিয়ে দর্শকদের মন ছুঁয়ে গেছে।
