কোভিড রিপোর্ট কী হবে, নেগেটিভ/পজিটিভ? প্রশ্ন কার্তিক আরিয়ানের

রিপোর্ট পজিটিভ আসার শুরু থেকেই সৌভাগ্যক্রমে কার্তিকের কোভিডের কোনও উপসর্গ ছিল না। তিনি ভাল আছেন এবং সুস্থ হয়ে উঠছেন।

কোভিড রিপোর্ট কী হবে, নেগেটিভ/পজিটিভ? প্রশ্ন কার্তিক আরিয়ানের
কার্তিক।

|

Apr 04, 2021 | 2:41 PM

মহারাষ্ট্রে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। কিছুদিন আগে বলি-অভিনেতা কার্তিক আরিয়ানের কোভিড টেস্ট পজিটিভ আসে। এবং তারপরে তিনি ইনস্টা পোস্টে পজিটিভ সাইনসহ একটি ছবি পোস্ট করে লেখেন, ‘পজিটিভ হয়ে গিয়েছি। আশীর্বাদ করো।’ কোয়ারেন্টাইনে রয়েছেন কার্তিক কিন্তু বাড়িতেও সারাক্ষণ কি আর মন টেকে চনমনে অভিনেতার। করোনা আক্রান্ত হওয়ার পর প্রথম সেলফি পোস্ট করেন অভিনেতা। লাল টিশার্ট পরে কার্তিক। মুখের উপর পড়ছে পড়ন্ত রোদ। ছবিটি ছিল কোভিডের পর তাঁর প্রথম সেলফি।

 

আরও পড়ুন ‘যত জায়গায় প্রচারে বের হবে, তত ওর ভোট কমবে’ অনিকেতের পাল্টা রুদ্রের ‘কুল’ জবাব ‘মাথার যত্ন নিন’

 

কি মনে হয়? কার্তিকের পরবর্তী করোনা টেস্ট পজিটিভ আসবে না নেগেটিভ?—নিজের ছবি পোস্ট করে ঠিক এই প্রশ্ন করলেন অভিনেতা কার্তিক আরিয়ান। কালো গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন কার্তিক আরিয়ান পাশে রয়েচে একটি বিড়ালও। পরনে লাল ফুল হাতা টিশার্ট, নিচে ছাই রঙা লুজ প্যান্ট। পায়ে নীল স্নিকার্স। ক্যাপশনে কার্তিক লেখেন, ‘রিপোর্টের জন্য অপেক্ষা করছি। কি মনে হয়? নেগেটিভ/পজিটিভ?’

 

 

কার্তিকের স্বাস্থ্যের অবস্থা জানিয়ে পরিচালক আনিস বাজমি বলেন, “রিপোর্ট পজিটিভ আসার শুরু থেকেই সৌভাগ্যক্রমে কার্তিকের কোভিডের কোনও উপসর্গ ছিল না। তিনি ভাল আছেন এবং সুস্থ হয়ে উঠছেন। যাই হোক, ১৪ দিনের কোয়ারেন্টাইনের আদেশ মেনে চলতে হয়, যা তিনি করছেন। তিনি সবসময় সতর্ক থেকেছেন। আমি ওর শারীরিক অবস্থার খোঁজখবর রাখছি। অন্যদিকে আমরা ‘ভুল ভুলাইয়া ২’-এর পরবর্তী শিডিউলের জন্য পরিকল্পনাও করছি, এবং এক-দু’দিনের মধ্যে একটি তারিখও ঠিক করে ফেলব। মুম্বই ও লখনউতে শুটিং করব।”