করোনা আতঙ্ক আমাদের দৈনন্দিন বদলে দিয়েছে অনেকটাই। অনিশ্চিত জীবন আরও বেশি অনিশ্চিত হয়ে পড়েছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি কোথাও স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার চিত্র স্পষ্ট করছে। এই পরিস্থিতিতে সাধ্যমতো সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছেন বিভিন্ন শিল্পী। সঙ্গীত শিল্পী রূপম ইসলামও (Rupam Islam) ব্যতিক্রম নন। তাঁর কোভিড রিলিফ টিমের ‘মুক্তক্ষেত্র’-এর মাধ্যমে ইতিমধ্যেই বিভিন্ন ভাবে সাধারণের পাশে থাকার চেষ্টা করছেন শিল্পী। এ বার ‘ইনসাইডার’ আয়োজিত একক ভার্চুয়াল অনুষ্ঠান করবেন। যার সমস্ত টাকা যাবে কোভিড রোগীদের সাহায্যার্থে।
এ প্রসঙ্গে রিজিওনাল ম্যানেজার পেটিএম ইনসাইডার কৌস্তভ দত্ত জানালেন, ইনসাইডের তরফে ‘স্ট্রিম ফর আ কজ’ নামে একটি পরিকল্পনা এবং উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আজ শনিবার রাত সাড়ে আটটা থেকে ‘ইনসাইডার ডট ইন’-এর ওয়েবসাইটে দেখা যাবে রূপমের একক শো। ২৯৯ টাকা টিকিটের বিনিময়ে এই শো দর্শক দেখতে পাবেন।
কৌস্তভের কথায়, “স্ট্রিম ফর আ কজ নিয়ে আমরা বিভিন্ন শিল্পীদের সঙ্গে যোগাযোগ করি। রূপমদার স্ত্রী রূপসাদির সঙ্গে প্রথমে কথা হয়। উনি খুবই উৎসাহ দেন। রূপমদাও খুব আগ্রহ নিয়েই রাজি হন। আজ রূপম ইসলাম একক কনসার্ট। রূপমদা কোনও পারিশ্রমিক নেবেন না। শোয়ের টিকিকের সম্পূর্ণ অর্থ কোভিড রিলিফ টিমের মুক্তক্ষেত্র-এ দান করবেন।”
এ প্রসঙ্গে রূপসা বলেন, “গত বছর রূপম প্রচুর ডিজিটাল শো করেছিল। জুলাই, অগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত অনেক অনুষ্ঠান করেছিলাম। এ বছর ভাবিইনি। কোভিডের সেকেন্ড ওয়েভ এতটাই মানসিক ভাবে বিপর্যস্ত করে দিয়েছে আমাদের, যে অনুষ্ঠান করলে লোকে দেখবেন কি না, সেটা আমাদের ভাবনা ছিল। কৌস্তভ যখন ফোন করে, আমার মনে হয়েছিল, এটা তো করাই উচিত। রূপমকে না জিজ্ঞেস করেই আমি রাজি হয়ে গিয়েছিলাম। যদিও আমরা প্রস্তুত ছিলাম না। এই ধরনের অনুষ্ঠানের তো একটা রিহার্সাল লাগে, প্ল্যানিং লাগে। কিন্তু আমাদের মনে হয়েছিল, যাই পরিস্থিতি হোক, আমরা করব। এখনও পর্যন্ত ভাল রেসপন্স। এতদিন আমরা নিজেরা ফেসবুকে অনুষ্ঠান করতাম। এটা অন্য প্ল্যাটফর্ম। দেখা যাক।”
কৌস্তভ আরও জানান, ন্যূনতম ২৯৯ টাকা ডোনেশন। আগ্রহী কেউ তার বেশি অর্থও দান করতে পারবেন। শো চলাকালীনও টিকিট কাউন্টার খোলা থাকবে। সেটা অনস্ক্রিন দেখাও যাবে। রূপম নিজেও নাকি ঘোষণা করবেন। প্রায় আড়াই ঘণ্টার এই শো দেখার জন্য ইতিমধ্যেই প্রায় ৫০০ জন টিকিট কেটেছেন। কৌস্তভের ধারণা, সংখ্যাটা আরও বাড়বে।
একদিকে প্রিয় শিল্পীর গান। দুঃসময়ে বাড়ি বসেই বিনোদনের সুযোগ। অন্যদিকে করোনা আক্রান্ত মানুষের পাশে থাকার সুযোগ। সে কারণেই বহু সাধারণ মানুষও রূপমের এই উদ্যোগে এগিয়ে এসেছেন।
আরও পড়ুন, টুইঙ্কলের নতুন ‘মেকওভার’, কেন এমন সাজলেন অভিনেত্রী?