AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Oscar 2023: ‘আবার যদি চড় মারে’! অস্কারে এই প্রথম তৈরি করা হল এই বিশেষ টিম

Oscar 2023: অস্কার ২০২২-এ ঘটে গিয়েছিল এক অপ্রীতিকর ঘটনা। স্ত্রীকে নিয়ে মজা করার জন্য ক্রিস রককে মঞ্চে উঠে চড় মেরেছিলেন হলিউড অভিনেতা উইল স্মিথ।

Oscar 2023: 'আবার যদি চড় মারে'! অস্কারে এই প্রথম তৈরি করা হল এই বিশেষ টিম
অস্কারে এই প্রথম তৈরি করা হল এই বিশেষ টিম
| Edited By: | Updated on: Mar 12, 2023 | 6:29 PM
Share

অস্কার ২০২২-এ ঘটে গিয়েছিল এক অপ্রীতিকর ঘটনা। স্ত্রীকে নিয়ে মজা করার জন্য ক্রিস রককে মঞ্চে উঠে চড় মেরেছিলেন হলিউড অভিনেতা উইল স্মিথ। তা নিয়ে চর্চা আজও অব্যাহত। উইল স্মিথকে দশ বছরের জন্য ইতিমধ্যেই ব্যান করা হয়েছে তবু উদ্যোক্তাদের মন থেকে এখনও চিন্তা দূর হয়নি। এবারেও যদি ঘটে এমনই কোনও অপ্রীতিকর ঘটনা, তাহলে? এ সব চিন্তা করেই এই প্রথম অস্কারের মঞ্চে তৈরি করা হয়েছে এক বিশেষ ‘দুর্যোগ মোকাবিলা’ টিম। অ্যাকাডেমি চিফ এক্সিকিউটিভ বিল ক্র্যামের এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে বলেন, “গত বছরে যা হয়েছে, সে কারণে এখন আমরা সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত। প্রশ্ন হল, কেমন হবে এই দুর্যোগ মোকাবিলা টিম? দ্রুততার সঙ্গে কাজ করতে হবে তাঁদের, হতে হবে কাজের প্রতি অনুরক্তও। থাকতে হবে সাহস। এ বছর যাতে এমন কোনও ঘটনা না ঘটে বা ঘটলেও দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সে ব্যাপারে সচেষ্ট তারা।

কী হয়েছিল গত বছর? হঠাৎই সঞ্চালক ক্রিস রককে স্টেজে উঠে কষিয়ে থাপ্পড় মারেন বিখ্যাত অভিনেতা উইল স্মিথ। ক্রিসের বিরুদ্ধে অভিযোগ ছিল, উইলের স্ত্রী জাডা পিঙ্কেটের অসুস্থতা মস্করা করেছিলেন তিনি। সেদিনই পুরস্কার হাতে নিয়ে ক্রিসের কাছে ক্ষমা চেয়েছিলেন স্মিথ। কিন্তু অস্কারের মতো এমন এক আন্তর্জাতিক মঞ্চে এই ধরনের ঘটনার পর তোলপাড় হবে না, তাও কি হয়! স্মিথের অস্কার-ভবিষ্যৎ নিয়ে উঠেছিল প্রশ্ন। তাঁকে ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধও করা হয়। অন্যদিকে সব কিছুর মধ্যে শাপে বর হয় ক্রিসের। এক ধাক্কায় ৩,৫০০ টাকা থেকে ৩১,২০০ টাকা পর্যন্ত বাড়ে। তাঁর কমেডি শোয়ের টিকিটের দাম। তাঁকে দেখতেই মানুষ ভিড় জমিয়েছিলেন শোতে। একেই বলে কারও ‘পৌষ মাস, তো কারও সর্বনাশ’!

সে যাই হোক, এ বছরটা ভারতের কাছে বেশ স্পেশ্যাল। তিন তিনটে মনোনয়ন পেয়েছে দেশ। ‘সেরা অরিজিনাল সং’-এই বিভাগে মনোনয়ন পেয়েছে ‘আরআরআর’ ছবির নাটু নাটু গানটি। এখানেই শেষ নয়, বাংলার ছেলে শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ রয়েছে সেরা ফিচার তথ্যচিত্র বিভাগে। অন্যদিকে সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্রে রয়েছে ভারতের ‘এলিফ্যান্ট হুইসপারারস’। শেষ হাসি কি হাসবে ভারত? জানা যাবে কয়েক ঘণ্টা পরেই।