Pushpa 2: সামান্থা নয়, এবার ছবিতে বিশেষ চরিত্রে নজর কাড়বেন কোন অভিনেত্রী?

Inside Story: পুষ্পা ছবির ক্ষেত্রে সামান্থা প্রভু আইটেম ডান্স ও আন্তাভা গান যেমন এক বাড়তি পাওনা হয়ে গিয়েছিল, ঠিক তেমনি এবারও থাকছে ছবিতে আইটেম ডান্সের বিশেষ সংযোজন।

Pushpa 2: সামান্থা নয়, এবার ছবিতে বিশেষ চরিত্রে নজর কাড়বেন কোন অভিনেত্রী?
রশ্মিকা মন্দানা এই ছবির মাধ্যমেই সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন। গোটা দেশে এখন তাঁর চাহিদা তুঙ্গে। একের পর এক বলিউড ছবিও এখন তাঁর ঝুলিতে। তবে সেই ছবির খবর নিয়ে এখন বেজায় চিন্তিত সিনে দুনিয়া।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2022 | 1:27 PM

করোনার পর থেকেই বক্স অফিস ছন্দে ফেরাতে মরিয়া দক্ষিণ থেকে বলিউড। প্রতিটি ছবির ক্ষেত্রেই ছবির ব্যবসা বর্তমানে বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ প্রেক্ষাগৃহে ছবি দেখার অভ্যেস বেশ কিছুটা প্রশমিত করোনার জেরে। সেই কারণে দর্শকদের প্রেক্ষাগৃহে ফেরানোটা নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল সকলের কাছেই। আর এই সময় রমরমিয়ে যে ছবি দর্শকদের মনে ঝড় তোলে, তাহলে দক্ষিণ স্টার আল্লু আর্জুন অভিনীত ছবি পুস্পা। করোনা পরবর্তী সময় সর্বাধিক আয় করে প্রথম বক্স অফিসকে ছন্দে ফিরিয়েছিল এই ছবি। তবে থেকে পুষ্পা টু ছবির প্রতি নজর ভক্তদের, কবে আসতে চলেছে ছবি সিকুয়েল, কবে শুরু শুটিং, গল্পে এবার নতুন কী থাকতে চলেছে এমন নানা প্রশ্ন চলতি বছর সোশ্যাল মিডিয়ায় বারে বারে উঠে এসেছে।

তবে বছর শেষে ছবি নিয়ে এক চমকের খবর সামনে এল দক্ষিণ সূত্রে। পুষ্পা ছবির ক্ষেত্রে সামান্থা প্রভু আইটেম ডান্স ও আন্তাভা গান যেমন এক বাড়তি পাওনা হয়ে গিয়েছিল, ঠিক তেমনি এবারও থাকছে ছবিতে আইটেম ডান্সের বিশেষ সংযোজন। তবে তালিকায় থাকছেন না, সামান্থা প্রভু। তার বদলে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী অনুসূয়া ভরদ্বাজ। পুষ্পা ছবিতে এক দাপুটে চরিত্র ছিল এই অনুসূয়া ভরদ্বাজ খুব কম সময়ের জন্য পর্দায় তাকে দেখা গেলেও তার গল্প সেখানেই শেষ করতে নারাজ ছবি নির্মাতা।

পর্দায় তাঁর ভাই খুন হয় পুষ্পার হাতে, সেই প্রতিশোধ নিতেই কি পুষ্পা টু-তে বড় চরিত্র হয়ে ফিরছেন তিনি! সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি। তবে তাই একটি বিশেষ সংযোজন থাকছে এবার পুষ্পায় ছবি নির্মাতার কথায় অতীতে এমন কোনও চরিত্রে দেখা যায়নি এবার, তাঁকে এভাবেই পুষ্পা ২-তে তুলে ধরা হবে। বর্তমানে চলছে ছবির কাজ। দক্ষিণী সূত্রে খবর, ছবি মুক্তি পাবে ২০২৪-এ।