Aamir Khan: উত্তরাখণ্ড বিপর্যয়ে সাহায্যের হাত বাড়ালেন আমির, দিলেন কত লাখের অনুদান?
Uttarakhand Disaster: এমন অবস্থায় সতর্কতা জারি করার পাশাপাশি উত্তরাখণ্ড সরকারের তরফ থেকে একটি অনুদানের ব্যবস্থা করা হয়েছে। যেখানে এবার আমির খান ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে ২৫ লাখ টাকা দান করলেন। মোটা টাকার এই অনুদানে যে অনেকটাই সাহায্য হবে অসহায় মানুষের, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
বেশ কয়েকদিন ধরেই বলিউডের চর্চায় দেখা মিলছে না সুপারস্টার আমির খানের। পরপর ফ্লপ ছবি, বক্স অফিসে বয়কট ট্রেন্ডে লাল সিং চাড্ডা বড়সড় ক্ষতির মুখ দেখেছে। আর ঠিক সেই কারণেই খানিকটা বিরতিতে বোধহয় পারফেকশনিস্ট আমির খান। তবে এরই মাঝে খবরের শিরোনামে নাম লেখালেন আমির খান। প্রশংসিত হলেন বিভিন্ন মহলে। কিন্তু কেন? টানা বর্ষায় পাহাড়ের অবস্থা বিপদজনক। প্রাকৃতিক বিপর্যয় একের পর এক অঞ্চল ধ্বসে যাচ্ছে। ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু গ্রাম। চোখের সামনে তাসের ঘরের মতো হুর মুড়িয়ে ভেঙে পড়ছে বহু মানুষের বাসস্থান। তবু বৃষ্টি থামার কোনও সম্ভাবনা সংকেত এখনও পর্যন্ত মিলছে না। উত্তরাখণ্ডে এখন প্রতিবছরই এমন ছবির দেখা মিলছেন।
এমন অবস্থায় সতর্কতা জারি করার পাশাপাশি উত্তরাখণ্ড সরকারের তরফ থেকে একটি অনুদানের ব্যবস্থা করা হয়েছে। যেখানে এবার আমির খান ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে ২৫ লাখ টাকা দান করলেন। মোটা টাকার এই অনুদানে যে অনেকটাই সাহায্য হবে অসহায় মানুষের, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ‘Aapda Rahat Kosh-2023’ উদ্যোগেই পাশে দাঁড়াতে এই সিদ্ধান্ত নিলেন অভিনেতা। এই সাহায্য পাওয়া মাত্রই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ঠাকুর সুখবিন্দর সিং সুখু।
ধন্যবাদ জানিয়েছেন আমির খানকে। সোশ্যাল মিডিয়ায় কৃতজ্ঞতা স্বীকার করে তিনি লিখেন, ”আমিরের এই সহায়তা দুস্থ পরিবার নতুন করে বাসস্থান পেতে সাহায্য করবে, এই টাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত আশ্রয় তুলে দিতে আমরা অনেকটাই এগিয়ে থাকবো। হিন্দি ছবি স্টার যেভাবে আমাদের পাশে এসে দাঁড়ালেন তা ভাষায় প্রকাশ করার নয়।” এই প্রথম নয় অতীতেও বারবার বিভিন্ন ক্ষেত্রে আমির খানকে সাহায্যের হাত বাড়াতে দেখা গিয়েছে। করোনার সময়ও সাহায্যের হাত বাড়িয়েছিলেন আমির খান।