বলিউডের হিরো মানেই তাঁকে হতে হবে লম্বা, থাকতে হবে সুঠাম শরীর– এই অঘোষিত শর্তকেই যেন মিথ্যে প্রমাণ করেছিলেন আমির খান। তিনি যখন বলিউডে আসেন সে সময় বচ্চন-রাজ। অমিতাভ বচ্চন দীর্ঘাকৃতি। অন্যদিকে আমির খান উচ্চতায় খাটো। তাই ইন্ডাস্ট্রিতে ঢোকার আগেই নিরাপত্তাহীনতায় ভুগতে হয়েছিল আমিরকে। মনের মধ্যে বারেবারেই প্রশ্ন জেগেছিল, ‘কাজ পাব তো’? সম্প্রতি আমির খানের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে, যে ভিডিয়োতেই জীবনের এই সব অজানা অধ্যায় নিয়ে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে।
আমিরের কথায়, ‘একটা সময় মনে হত লোকে আমাকে দেখে টিঙ্গু বলে ডাকবে।” যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে আমির খানের পাশে বসে রয়েছেন রানি মুখোপাধ্যায় ও করিনা কাপুর খান। সেই ভিডিয়োতে রানিকে বলতে শোনা যায়, ইন্ডাস্ট্রিতে তিনি সবচেয়ে খাটো নায়িকা। তিনি এও জানানা, খাটো হওয়ার ফায়দা হল, তিনি আমিরের হৃদয়ের কাছাকাছি থাকতে পারেন। এর পরেই নিজের উচ্চতা নিয়ে মুখ খোলেন আমির খান।
তিনি জানান, উচ্চতা নিয়ে বেশ অসুবিধের মধ্যেই পড়তে হয় তাঁকে। শুধু কি তাই? পড়তে হয় কটাক্ষের মুখেও। তিনি বেঁটে হওয়ার জন্য অনেকেই তা নিয়ে মস্করা করেছেন। প্রশ্ন হল, আমির খানের উচ্চতা কত? নেটদুনিয়া জানান দিচ্ছে, তাঁর উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, যা তথাকথিত ‘নায়োকচিত’ নয়। যদিও তাতে অবশ্য তাঁর কেরিয়ার একেবারেই থেমে থাকেনি। ইন্ডাস্ট্রিতে সেরা তিনের মধ্যে তিনি ছিলেন। আজও আছেন। যদিও গত বছরে তাঁর ছবি ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে হিট হয়নি। আপাতত সিনেমা থেকে বিরতি নিয়েছেন আমির, অপেক্ষা করছেন মেগা কামব্যাকের।