
আমির খান কন্যা ইরা খান, বরাবরই সমাজ সচেতন মূলক কাজে নিজেকে যুক্ত রাখতে পছন্দ করেন ইরা। কখনও বর্ণবিদ্বেষ কখনও আবার আত্মহত্যা প্রতিরোধ। যে যে প্রসঙ্গে মানুষ বারবার কটাক্ষে শিকার হয়েছে, বারবার কোণঠাঁসা হয়েছে, সে সকল বিষয় মুখ খুলতে প্রস্তুত আমির খান কন্যা। বর্তমানে ইরা বিবাহিত, বলিউডের সঙ্গে তাঁর তেমন কোনও যোগসূত্র নেই। বরং নিজেকে তিনি সমাজকর্মী হিসেবেই পরিচয় দিতে বেশি পছন্দ করেন। আর সেই পথেই হাঁটছেন ইরা, এবার পথে নামলেন আত্মহত্যা প্রতিরোধ দিবসে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে। এক ভিডিয়োতে দেখা গেল, তিনি হলুদ ব্যাচ নিয়ে ঘুরছেন এবং সকলের উদ্দেশ্যে বলছেন, ‘আত্মহত্যা এমন একটা শব্দ যা মানুষ উচ্চারণ করতে ভয় পায়’।
ইরার কথায়, ”এই বিষয়ে কারও সঙ্গে আলোচনা করতে ভয় পায়, অনেকেই হয়তো ভাবেন এই নিয়ে কথা বললে অন্যের মধ্যে তাঁর প্রভাব পড়তে পারে, কিন্তু এটা সত্যি নয়। কতটা ভয়, কতটা মানসিক চাপ থেকে মানুষ এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেক্ষেত্রে কথা বলা ভীষণ জরুরি। তাঁদেরও বুঝতে হবে বা বুঝতে দিতে হবে যে, এমন একজন রয়েছে যার সঙ্গে এই বিষয় খোলা মনে কথা বলা যায় এবং তিনি এই বিষয়ে বিন্দুমাত্র বিচলিত হবেন না।” এই ধরনের কঠিন পরিস্থিতি দিয়ে যাঁরা যাচ্ছেন, তাঁদের পাশে দাঁড়ানোর আর্জি জানালেন এদিন ইরা। ভিডিয়ো প্রকাশ্যে আসা মাত্রই আমির খানের কন্যার প্রশংসায় পঞ্চমুখ সকলে। রবিবার বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে এমন এক পদক্ষেপ নিয়েছিলেন ইরা খান। সকলেই এক বাক্যে বললেন, ভাল কাজ করছেন ইরা। ভাল উদ্যোগ নিয়েছে। সর্বত্রই আত্মহত্যার সংখ্যা বেড়ে চলেছে। সিনেদুনিয়াও এই তালিকা থেকে বাদ নয়। মানসিক অবসাদই যেখানে অধিকাংশ ক্ষেত্রে মূল কারণ হয়ে দাঁড়ায়। আর তাই কথা বলা ভীষণ জরুরী বলে এবার দাবি করলেন ইরা।