৯০ দশকের জনপ্রিয় গায়ক অভিজিৎ ভট্টাচার্য। একের পর এক হিট গান দর্শকদের উপহার দিয়েছেন তিনি। এবার বিয়ে করলেন অভিজিৎ ভট্টাচার্যের ছেলে ধ্রুব ভট্টাচার্য। পাত্রী বাঙালি। নাম ময়ুখী রায়। ময়ুখীর রূপ হার মানাবে স্বর্গের অপ্সরাকেও। দুই সপ্তাহ আগেই বিয়ে সেরেছেন তাঁরা। ধুমধাম করে হয়েছিল বিয়ের আয়োজন। বলিউড থেকে হাজির ছিলেন নামীদামি মুখেরা। হাজির ছিলেন অনু মালিক থেকে শুরু করে অলকা ইয়াগনিক, মিকা সিংসহ অনেকেই। ছেলের বিয়েতে বাবা গান গাইবেন না তা কী করে হয়? গানে-নাচে অভিজিৎ একাই মাতিয়ে রেখেছিলেন গোটা বিয়েবাড়ি। হয়েছে সঙ্গীতের অনুষ্ঠান। সেখানে সস্ত্রীক নাচতেও দেখা গিয়েছে তাঁকে। বিয়ের পর স্ত্রীকে উদ্দেশ্য করে এক মিষ্টি পোস্ট করেছিলেন ধ্রুব। তিনি লেখেন, “অবশেষে তুমি আমার। আইন ও নিয়ম মেনে তুমি শুধু আমার। চোখ ভিজে গিয়েছিল তোমায় দেখে। পাগলের মতো হাসছিলাম। জীবনের এই নতুন অধ্যায় শুরু করে আমি ভীষণ উত্তেজিত। তুমি আমার জীবনের ধ্রুবতারা। আমার স্ত্রী, আমার বিবি, আমার সোনা, আমার পত্নী… তোমাকে, হ্যাঁ তোমাকেই লিখছি।”
ভালবাসার বিয়ে তাঁদের। গত চার বছর ধরে সম্পর্কে ছিলেন ধ্রুব ও ময়ুখী। অবশেষে হয়েছে স্বপ্নপূরণ। আপাতত তাঁদের সামাজিক মাধ্যম ভাসছে তাঁদের বিশেষ দিন যাপনের ছবিতে। ধ্রুবও সঙ্গীতের সঙ্গেই যুক্ত। ২০২০ সালে তাঁকে নিয়ে হয়েছিল বিতর্ক। তাঁর করোনা ধরা পড়ে। সে সময় কলকাতা আসেন অভিজিৎ। করোনার যাবতীয় নিয়মবিধি ভেঙে অভিজিৎ কলকাতা এসেছেন বলে দাবি ওঠে। যদিও সেই বিতর্ক সময়ের সঙ্গে সঙ্গে হয়েছে ফিকে। আপাতত দু’জন ব্যস্ত নিভৃত দিনযাপনে।
বর্তমানে বলিউডে অভিজিৎ প্রায় গান করেন না বললেই চলে। বলিউড নিয়ে তাঁর রয়েছে এক অঘোষিত অভিমান। মাঝেমধ্যেই বিতর্কিত মন্তব্য করে লাইমলাইটে থাকেন তিনি। এই সময়ের গায়ক-গায়িকাদের নিয়েও তাঁর বেজায় ক্ষোভ। তাঁর দাবি, এখনকার দিনে নাকি নেই কোনও সত্যিকারের গায়ক। এমনকি এআররহমান ও অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে কথা বলতেও পিছপা হন না তিনি। তা নিয়ে বিভিন্ন সময়ে তাঁকে পড়তে হয়ে বিতর্কের মুখেও। তবু অভিজিৎ বাঁচেন নিজের শর্তে। আপাতত ছেলের বিয়ে নিয়ে বেজায় খুশি তিনি।