Shahrukh Abhijeet: ‘শাহরুখ আপনাকে ব্যবহার করে ছেড়ে দেবেন’, এ কী বললেন অভিজিৎ?

Bollywood Gossip: শাহরুখ খানের সঙ্গে অভিজিৎ-এর সম্পর্ক এখন প্রায় নেই বললেই চলে। অতীতে এমন অনেকের সম্পর্কেই মুখ খুলতে দেখা গিয়েছে অভিজিৎকে। তখনও অরিজিৎ সিং, কখনও আবার এ.আর. রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে।

Shahrukh Abhijeet: শাহরুখ আপনাকে ব্যবহার করে ছেড়ে দেবেন, এ কী বললেন অভিজিৎ?

| Edited By: জয়িতা চন্দ্র

Nov 27, 2023 | 4:58 PM

শাহরুখ খান, কেয়িরারে শুরু থেকেই তিনি সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন। তবে শাহরুখ খানের এই কেরিয়ার গ্রাফে এমন অনেক নাম উঠে আসতে দেখা গিয়েছে, যাঁরা সময়ের সঙ্গে সঙ্গে শাহরুখের পথে থেকে সরে গিয়েছেন। তেমনই এক নাম হল গায়ক অভিজিৎ ভট্টাচার্য। এই জুটির বহু গান বলিউডে চর্চিত, বহু গান সেরার সেরা হয়ে থেকে গিয়েছে। কিন্তু শাহরুখের সঙ্গে তাঁর পথচলা হঠাৎ করেই থেমে যায়। কীসের এই দূরত্ব সেই প্রসঙ্গে সরাসরি মুখ না খুললেন, শাহরুখ খানের বিষয় এবার একটা কথা বলে বসলেন গায়ক, তা হল শাহরুখ খান হলেন ব্যবসায়ী। তাঁর কথায়, শাহরুখের সঙ্গে তাঁর দূরত্ব মেটানোর চেষ্টা তিনি অনেকবার করেছিলেন, সেটা সম্ভব হয়নি, কারণ শাহরুখ খান ভীষণ ব্যবসা কেন্দ্রিক মানসিকতার। যা হয়েছে প্রথম থেকে নিজের চেষ্টাতেই হয়েছে। তাঁকে দেশ বিরোধীর তকমা যদি কেউ দিয়ে থাকেন তবে তা একেবারেই ভুল। বরং আমি বলব ওর মতো মানুষ দেখিনি। শাহরুখ খান হয়তো কেরিয়ারে তোমায় ব্যবহার করে সাফল্যের রাস্তা থেকে সরিয়ে দেবেন। তাই বলে তাঁকে অ্যান্টি ন্যাশানাল বলা কখনই চলবে না।

শাহরুখ খানের সঙ্গে অভিজিৎ-এর সম্পর্ক এখন প্রায় নেই বললেই চলে। অতীতে এমন অনেকের সম্পর্কেই মুখ খুলতে দেখা গিয়েছে অভিজিৎকে। তখনও অরিজিৎ সিং, কখনও আবার এ.আর. রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে। তবে শাহরুখ সম্পর্কে সরাসরি কোনও খারাপ মন্তব্য না করলেও মনের কোণে যে কোথাও না কোথাও আক্ষেপ জমে রয়েছে, তা এক কথায় স্পষ্ট হয় গেল সম্প্রতি অভিজিৎ-এর এই সাক্ষাৎকারে।