Allu Arjun Fees: ১০০ কোটিও কম! প্রভাসকে হারিয়ে এবার কত কোটির পারিশ্রমিকে রেকর্ড গড়লেন আল্লু

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Mar 11, 2023 | 7:49 AM

Allu Arjun: ঝড়ের গতিতে ভাইরাল ছবির প্রতিটা খবর। তবে তারই মাঝে আরও একবার খবরের শিরোনামে এলেন আল্লু অর্জুন।

Allu Arjun Fees: ১০০ কোটিও কম! প্রভাসকে হারিয়ে এবার কত কোটির পারিশ্রমিকে রেকর্ড গড়লেন আল্লু
তবে থেকেই তিনি লাইমলাইটে। কবে শুরু হবে পুষ্পা ছবির শুটিং, সেদিকেই ছিল নজর। এবার অভিনেতার জন্মদিনে মুক্তি পেয়ে গেল তাঁর আগামী ছবির লুক থেকে শুরু করে টিজ়ার।

Follow Us

বেশ কিছু বছর ধরে সিনেপাড়ার পারিশ্রমিক নিয়ে চর্চা তুঙ্গে। একটি ছবির বাজেটের অধিকাংশটাই চলে যাচ্ছেন অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিক বাবদ। কোনও কোনও ছবি আবার সেই পরিমাণ আয়ই করে উঠতে পারছে না। বলিউডের ক্ষেত্রে এই ছবি বর্তমানে খুব পরিচিতি। তবে দক্ষিণ ভারতে ছবির বক্স অফিস দিন দিন যে পর্যায় যাচ্ছে, তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে, বিগ বাজেটের ছবি মোটা টাকা আয় করে ঘরে তুলতে সক্ষম। তাই দিন দিন বেড়ে চলেছে দক্ষিণী অভিনেতাদের পারিশ্রমিক। যদিও একশো কোটি টাকা পারিশ্রমিক নিয়ে রীতিমত অস্বস্তিতে ভুগতে হয়েছিল প্রভাসকে।

রাধেশ্যাম ছবি রাতারাতি সিনেমাহল থেকে উধাও হয়ে যায়। বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও কোথাও গিয়ে এই ছবির জন্যই তো প্রভাস নিয়েছিলেন ১০০ কোটি। যা পরবর্তীতে তিনি ফেরত দেওয়ার কথাও নাকি বলেছিলেন বলে দক্ষিণী সূত্রে খবর। বর্তমানে দক্ষিণী ছবির মধ্যে সর্বাধিক যা দর্শকদের মনে উত্তেজনার সৃষ্টি করেছে, তা হল পুষ্পা ২। পুষ্পা ছবির ব্যপক সাফল্য দেখে এবার পুষ্পা ২-কে ঢেলে সাজানো হচ্ছে। ভক্তদের মনে বেড়েছে আল্লু অর্জুনকে নিয়ে বেড়েছে উৎসাহ। আল্লু অর্জুন বর্তমানে ব্যস্ত রয়েছেন পুষ্পা ২ ছবির শুটিং নিয়েই।

ঝড়ের গতিতে ভাইরাল ছবির প্রতিটা খবর। তবে তারই মাঝে আরও একবার খবরের শিরোনামে এলেন আল্লু অর্জুন। তাঁকে নিয়ে চর্চা তুঙ্গে। অভিনেতা বাড়ালেন তাঁর পারিশ্রমিক। এবার ১০০ কোটি নয়, ১২৫ কোটিতে নাকি ছবি সই করতে চলেছেন তিনি। এমনই সূত্রের খবর। এর আগে প্রভাসকে ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে দেখা গিয়েছিল, তা নিয়েও চর্চা ছিল তুঙ্গে। তবে এবার প্রভাসকেও ছাপিয়ে গেলেন তিনি। ২০২২ সালের সর্বাধিক চর্চিত ছবি আরআরআর-এর অভিনেতা জুটি রাম চরণ ও জুনিয়ার এনটিআর ৭৫ কোটি করে পারিশ্রমিক পেয়েছিলেন। অতীতে ১২৫ কোটি টাকা একটি ছবি করে পারিশ্রমিক আর কেউ পাননি। ফলে আবারও খবরের শিরোনামে আল্লু অর্জুন।

Next Article