R Madhavan: হিন্দি ছবির পাশে আর মাধবন, বললেন, ‘দক্ষিণের ছবি ভাল মানেই, হিন্দি ছবি ছোট নয়…’

Filmy Debates: সম্প্রতি দক্ষিণ ভারতের ছবি ও হিন্দি ছবি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। এ ব্যাপারে মুখ খুলেছেন মাধবন।

R Madhavan: হিন্দি ছবির পাশে আর মাধবন, বললেন, 'দক্ষিণের ছবি ভাল মানেই, হিন্দি ছবি ছোট নয়...'
আর মাধবন।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 24, 2022 | 10:45 AM

আর মাধবনের সাম্প্রতিক ছবি ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ মুক্তি পাবে খুব তাড়াতাড়ি। ছবিটি এ বছরের কান চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছে। সেখানেই প্রিমিয়ার হয়েছে ছবির। ভারতে মুক্তির অপেক্ষায় রয়েছে। ১ জুলাই মুক্তি পাবে ছবি। যে কারণে ছবির প্রচারে ভীষণ ব্যস্ত আছেন আর মাধবন। দক্ষিণ ছবির পাশাপাশি বলিউডের ছবিতেও কাজ করেছেন অভিনেতা। অনেক বছর আগে মাধবন অভিনয় করেছিলেন ‘সি হক’ নামের একটি জনপ্রিয় হিন্দি সিরিয়ালে। সেই থেকেই তাঁর মহিলা অনুরাগীর সংখ্যা আকাশছোঁয়া। বেশ কিছু সময় পর মুক্তি পেল দিয়া মির্জার প্রথম ছবি ‘রেহনা হ্যায় তেরে দিল মেঁ’… হিরো মাধবন। মারাত্মক হিট। কৃষ্ণাঙ্গ, কিউট হিরো হিসেবে আরও পরিচিতি বাড়ল অভিনেতার। একে-একে বহু হিন্দি ছবিতে কাজ করেছে মাধবন। ‘থ্রি ইডিয়েটস’, ‘তনু ওয়েডস মনু’ কিংবা ওয়েব সিরিজ় ‘ডি কাপলড’… দক্ষিণ ভারতের ছবিতেও তিনি জনপ্রিয় তারকা। সম্প্রতি দক্ষিণ ভারতের ছবি ও হিন্দি ছবি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। এ ব্যাপারে মুখ খুলেছেন মাধবন।

আর মাধবন বলেছেন: 

“সত্যিটা হল, ‘বাহুবলী’ ১ এবং ২, ‘আরআরআর’, ‘কেজিএফ’ ১ এবং ২, ‘পুষ্পা’ সর্বভারতীয় স্তরে দারুণ ব্যবসা করেছে… হিন্দি ছবির চেয়েও বেশি ব্যবসা করেছে এই ছবি। এর অনেক কারণ থাকতে পারে। হতে পারে ভারত জুড়ে এই ধরনের ছবির দর্শক সংখ্যা বেশি। হতেই পারে ছবি তৈরির ধরন দর্শকের পছন্দ বেশি। হতেই পারে… কিন্তু এর মানে এটা এক্কেবারেই নয়, হিন্দি ছবির সাফল্যকে আমরা ভুলে যাব কিংবা হিন্দি ছবিকে ছোট নজরে দেখব। উদাহরণ হিসেবে দেখুন, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘ভুল ভুলাইয়া ২’ও বক্স অফিসে দারুণ ফল করেছে।”