এক তথ্যচিত্রে পরিণত হয়েছে অভিনেতা আলি ফজ়ল এবং অভিনেত্রী রিচা চাডার বিয়ের ভিডিয়ো। দু’জনের নামের সঙ্গে মিলিয়ে সেই তথ্যচিত্রের নামকরণ হয়েছে ‘রিয়্যালিটি’ (RiAlity)। গ্ল্যামার এবং চাকচিক্য়ের দুনিয়ার নেপথ্যে বাস্তব লুকিয়ে আছে – সেটাই বলবে এই ডকুমেন্টারি।
এক বছর আগে আলি ফজল এবং রিচা চাড্ডার বিয়ে হয়। জানিয়েছিলেন, তাঁদের বিয়ের সব অনুষ্ঠান ছড়িয়ে ছিটিয়ে পালিত হবে দেশের তিনটি শহরে। এবং বিয়ের অজস্র ভিডিয়োও তোলা হবে, যেটিকে তথ্যচিত্রের রূপ দেওয়া হবে। তাঁদের বিয়ের এক বছর পূর্তিতে প্রকাশ্যে আসবে সেই ডকুমেন্টারি। উল্লেখ্য গত বছর ৬ অক্টোবর দিল্লি, লখনউ এবং মুম্বইয়ে বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়েছিল তাঁদের বিয়ের।
তথ্যচিত্র সম্পর্কে রিচা বলেছেন, “বিয়ে মানেই রূপকথা। কিন্তু তাতে মিশ্রিত আছে বাস্তবের কিছু ঘটনাও। মিশ্রিত আছে কিছু আবেগ। যেমন – আনন্দ, উচ্ছ্বাস, উন্মাদনা এবং উদ্বেগ। বিয়ের আসল মেজাজকে ধরা হয়েছে এই তথ্যচিত্রে। তথ্যচিত্রটি পরিচালনা করেছেন রাহুল সিং দত্ত।”
এ প্রসঙ্গে অভিনেতা আলি ফজল বলেছেন, “রিয়্যালিটি বলবে ভালবাসা সব সময় পারফেক্ট হয় না। ভালবাসায় জট থাকে। ভালবাসা হয় অফুরান এবং অগোছালো।