Parineeti Chopra Wedding: পরিণীতির বিয়েতে ক্রিকেট ম্যাচ; এ কি বিবাহ আসর নাকি আইপিএল?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 18, 2023 | 12:37 PM

Parineeti Chopra: মন ভাঙতে চলেছে বহু পুরুষের। চলতি মাসের ২৪শে সেপ্টেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পরিণীতি চোপড়া।

Parineeti Chopra Wedding: পরিণীতির বিয়েতে ক্রিকেট ম্যাচ; এ কি বিবাহ আসর নাকি আইপিএল?
পরিণীতি-রাঘব।

Follow Us

এ বছর মে মাসের ১৩ তারিখে বাগদান পর্ব সেরেছিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাজনীতিক রাঘব চাড্ডা। এবার তাঁদের ছাতদা তলায় বসার পালা। বিয়ে করতে চলেছেন পরিণীতি। এ খবরে মন ভাঙতে চলেছে বহু পুরুষের। চলতি মাসের ২৪শে সেপ্টেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পরিণীতি এবং রাঘব। রাজস্থানের সুন্দর শহর উদয়পুরে বিয়ে করবেন এই দুই বিখ্যাত।

এক অভিনব ঘটনা ঘটতে চলেছে পরিণীতির বিয়েতে। আম আদমি পার্টির নেতা রাঘবের তাতে সায় আছে ষোলোআনা। পরিণীতির বিয়েতে এক ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। এবং এই ক্রিকেট ম্যাচ দিয়েই শুরু হতে চলেছে বিয়ের যাবতীয় অনুষ্ঠান। ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে দিল্লিতে।

এক সূত্র জানিয়েছে, অতিথিদের জন্য নানা ধরনের মজাদার অ্যাক্টিভিটির আয়োজন করা হয়েছে বিয়েতে। তার মধ্যে রয়েছে ক্রিকেট ম্যাচও। প্রত্যেক বিয়েতে বর-কনে দুই পক্ষেরই হাড্ডাহাড্ডি রেষারেষি চলে। সেই একইভাবে এই বর-কনে পক্ষের মাঝেও হবে একটি ক্রিকেট ম্যাচ। বন্ধু-বান্ধবরা ভাগাভাগি হয়ে যাবেন দুটি দলে। দিল্লিতে এই ক্রিকেট ম্যাচে যাওয়ার পর দুই পরিবার পাড়ি দেবে উদয়পুরের উদ্দেশে।

চলতি মাসের শুরুতে পরিণীতি-রাঘবের বিয়ের কার্ড অনলাইনে ভাইরাল হয়েছিল। সেখানেই জানা গিয়েছিল, সেপ্টেম্বরের ২৪ তারিখ উদয়পুরের দ্যা লীলা প্যালেসে আয়োজিত হবে এই বিয়ে।

বছরের মাঝামাঝি অর্থাৎ, মে মাসের ১৩ তারিখ নিউ দিল্লি কাপুরথালা হাউজ় বাগদান পর্ব মিটে ছিল পরিণীতি-রাঘবের। এর আগে তাঁদের সম্পর্ক নিয়ে কখনওই খোলামেলা কথা বলেননি তাঁরা। একে-অপরকে চিনতেন বহুবছর। বাগদানের পরেই সবটা প্রকাশ্যে এনেছেন। তারপর থেকে দিল্লি এবং মুম্বই বিমানবন্দরে বারবারই দেখা গিয়েছে তাঁদের। এমনকী, মোহালিতে আইপিএল ম্যাচও দেখতে গিয়েছিলেন দুই তারকা।

Next Article