আদাহ শর্মা বলিউডে একের পর এক ছবি করে যিনি সকলের নজর কাড়তে পারেননি একটা সময়, ছবির প্রস্তাব আসা যাঁর কাছে প্রায় বন্ধই হয়ে গিয়েছিল, তিনি সকলের লাইমলাইট ছিনিয়ে নিয়েছিলেন দ্য কেরালা স্টোরি ছবি করার পরই। ছবি যদিও একাধিক জায়গাতে নিষিদ্ধ ঘোষণা হলেও তাতে যে তিনি তাঁর ১০০ শতাংশ উজার করে দিয়েছিলেন একবাক্য তা মেনে নিয়েছে গোটা ইন্ডাস্ট্রি। যদিও ছবির গায়ে লেগে যায় প্রপাগন্ডার তকমা। আর ঠিক তখনই এই ছবির পাশে দাঁড়িয়েছিলেন দ্য কাশ্মীর ফাইলস খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বারবার জানিয়েছিলেন ছবিটা দেখতে, সকলের কাজের প্রশংসা করেছিলেন। এবার পালা ছিল আদাহ শর্মার। সদ্য মুক্তি পেল বিবেগ অগ্নিহোত্রীর ছবি দ্য ভ্যাকসিন ওয়ার।
এই ছবি ঠিক কেমন লেগেছে, বা ছবি নিয়ে কিছু বলার অনুরোধ যখন গেল অভিনেত্রী আদাহ শর্মার কাছে তখন তিনি মুখে আঁটলেন কুলুপ। স্পষ্ট জানিয়ে দিলেন তিনি এই বিষয় কিছুই বলবেন না। যদিও বিবেক অগ্নিহোত্রীর বিষয় তিনি কোনও খারাপ মন্তব্য করতে চাননি। বরং স্পষ্ট জানিয়েছেন তাঁর মতামত না করার কারণ। তাঁর কথায়, দ্য কেরালা স্টোরি করার পর একটা বিষয় আমি শিক্ষা নিয়েছি, কোনও ছবি না দেখে তা নিয়ে মন্তব্য করতে নেই। আমার মনে আছে কেরালা স্টোরি মুক্তির আগে একটা টিজার প্রকাশ করা হয়েছিল। আর সেই কয়েক সেকেন্ডের টিজ়ার দেখেই দর্শকেরা স্থির করে নিয়েছিলেন যে ছবিটা কী নিয়ে। আমার এক্ষেত্রে একটাই দাবি ছিল, ছবি না দেখে দয়া করে তা নিয়ে কোনও মন্তব্য করবেন না। তাই আমিও এক্ষেত্রে কিছু বললাম না। কারণ আমি ছবিটা এখনও দেখিনি।