Adhura First Look: শেষবার একসঙ্গে সিডনাজ, শ্রেয়ার কন্ঠে আসছে ‘অধুরা’, চোখ ভিজল ভক্তদের

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 17, 2021 | 4:31 PM

সিদ্ধার্থ শুক্লার অকাল প্রয়াণের পর থেকে নিজেকে ক্যামেরার সামনে থেকে একেবারে সরিয়ে নিয়েছিলেন শেহনাজ গিল। সিদ্ধার্থ-শেহনাজের প্রেমের সম্পর্কের কথা সকলেই জানেন।

Adhura First Look: শেষবার একসঙ্গে সিডনাজ, শ্রেয়ার কন্ঠে আসছে অধুরা, চোখ ভিজল ভক্তদের
শেষবার একসঙ্গে সিডনাজ

Follow Us

একদিকে প্রিয় জুটিকে আবারও দেখতে পাওয়ার আনন্দ, অন্যদিকে আর কোনওদিন দেখতে না পাওয়ার আক্ষেপ– শ্রেয়া ঘোষালের একটি পোস্ট আবারও যেন নাড়িয়ে দিয়েছে শেহনাজ গিল ও সিদ্ধার্থ শুক্লা ভক্তদের। মুক্তি পেতে চলেছে সিডনাজের শেষ গান অধুরা। অসম্পূর্ণ এই গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। গানের কাজ বাকি ছিল অনেকটাই। কিন্তু তাঁর আগেই প্রয়াত হন সিদ্ধার্থ।

সেই কথাই যেন অধুরার ফার্স্ট লুকে ফুটে উঠেছে। হিন্দি শব্দের অধুরার অর্থ অসমাপ্ত। পোস্টারে লেখা, ‘এক অধুরা কাহিনী, এক অধুরা গানা।” অর্থাৎ এক না শেষ হওয়া গল্প, এক না শেষ হওয়া গান। পোস্টার শেয়ার করে শ্রেয়া লিখেছেন, “সিদ্ধার্থ একজন তারা ছিল, সব সময় থাকবে। লক্ষ লক্ষ মানুষের ভালবাসায় আরও একবার ঝলমলিয়ে উঠবে। সিডনাজের এই শেষ গান, সব অনুরাগীদের আকাঙ্ক্ষা সব সময় আমাদের মনে জায়গা করে নেবে।” আগামী ২১ অক্টোবর মুক্তি পাবে এই গানটি।


সিদ্ধার্থ শুক্লার অকাল প্রয়াণের পর থেকে নিজেকে ক্যামেরার সামনে থেকে একেবারে সরিয়ে নিয়েছিলেন শেহনাজ গিল। সিদ্ধার্থ-শেহনাজের প্রেমের সম্পর্কের কথা সকলেই জানেন। প্রেমিকের অকাল প্রয়াণ মেনে নিতে পারেননি শেহনাজ। একেবারে ভেঙে পড়েছিলেন। এমনকি সোশ্যাল মিডিয়াতেও তাঁর এতদিন উপস্থিতি ছিল না। কিন্তু সম্প্রতি ছবির প্রচারে ক্যামেরার সামনে দেখা গিয়েছিল তাঁকে। যদিও নেটিজেনরা চমকে উঠেছিল শেহনাজকে দেখে। সেই হাসিখুশি ভাব একেবারে উধাও। যদিও পাশে দাঁড়িয়েছিলেন শেহনাজ আর্মিরা। টুইটারে ট্রেন্ড করেছিল ‘হন্সলা রাখ শেহনাজ’। শেহনাজ-ভক্তরা বুঝিয়ে দিয়েছিলেন এই দুঃসময়ে তাঁরা পাশেই আছেন তাঁর।

বিগ বস ১৩তে বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ। ওই শো’য়ে সিদ্ধার্থ ও শেহনাজের গিলের কেমিস্ট্রি ভালবেসেছিল দর্শক। যদিও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এ কথা স্বীকার করেননি তাঁরা। তবুও তাঁদের একসঙ্গে সময় কাটানো, নানা মুহূর্তকে ভালবেসে অনুরাগীরা তাঁদের ভালবেসে নাম দিয়েছিল ‘সিডনাজ’। সিদ্ধার্থের মৃত্যুর পর বেশ কিছু সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, সিডনাজের নাকি বাগদানও হয়েছিল। এ বছরেরই প্ল্যান ছিল বিয়ের। যদিও তা আর পূর্ণ হল না। রয়ে গেল স্মৃতি, যা মুছে যাওয়ার নয়।

 

Next Article