বেশ কিছু দিন ধরে আদিপুরুষ ছবি নিয়ে জলঘোলা তুঙ্গে। হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত এনে এ কেমন ছবি, বারবার প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল। আদিপুরুষ ছবিতে রামায়ণের গল্পকে বিকৃত করা হয়েছে। যে গল্প দেখানো হয়েছে, তার সঙ্গে মহাকাব্যের বিস্তর ফারাক। কীভাবে এমন একটা ছবিকে সেন্সর ছাড়পত্র দিল, তা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এবার এলাহাবাদ আদালতে ছবি নিয়ে দায়ের হওয়া মামলা থেকে উঠে আসা একাধিক তথ্যে নজর সকলের। বুধবার আদালতের তরফ থেকে জানান হয়, পরিচালকের যো কোনও ধর্মগ্রন্থ থেকে দূরে থাকা উচিত। আদালতে জমা পড়া পিটিশনের ভিত্তিতেই সওয়াল-জবাব। এক নিউজ পোর্টালের খবর অনুযায়ী, আদিপুরুষ ছবিকে ব্যান করার উদ্দেশেই এই পিটিশন ফাইল করা হয়।
বিচারক রাজেশ সিং চৌহন, শ্রী প্রকাশ সিং জানান, পরিচালক যেন বাইবেল ও কোরান স্পর্শ না করেন। আদালতের পক্ষ থেকে জানান হয়, ‘দয়া করে ধর্মকে ভুল পথ দেখাবেন না। আদালতের কোনও ধর্ম নেই।’ বিচারক বেঞ্চ থেকে এদিন আরও বলা হয়, পরিচালক কেবল অর্থই উপার্যন করতে চান। এদিন বিচারকরা আরও বলেন, কোরান নিয়ে তৈরি একটি ছোট তথ্যচিত্রে থাকা ভুল তথ্যও অনেক বড় ঝড় তুলতে পারে। এর জেরে সামাজিক ভারসামন্য নষ্ট হয়। আদালত থেকে নির্দেশ দেওয়া হয়, পরিচালককে আদালতে হাজিরা দিতে হবে, এটা মজার বিষয় নয়।
এদিন আদালতের পক্ষ থেকে আরও বলা হয়, এই ছবি অনেকে নাকি সম্পূর্ণ দেখেনওনি, কারণ তাঁদের রামচন্দ্র, সীতা, লক্ষ্মণ ও হনুমানজির প্রতি ভক্তিতে আঘাত হানছিল। যদিও সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় দেখে প্রাথমিকভাবে ছবির সংলাপকে পরিবর্তণ করা হয়েছে। যদিও তাতে ছবি নিয়ে তৈরি হওয়া মিম, কটাক্ষে কোনও ঘাটতি পরছে না…।