Adipurush: বিপাকে ‘আদিপুরুষ’, মুক্তির পরই ছবির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হিন্দু সেনা
Adipurush Controversy: এখানেই শেষ নয়, আবেদনকারীর আরও দাবি, 'আদিপরুষ' ছবিটিতে এমন কিছু দৃশ্য রয়েছে, যা হিন্দু সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছে। আরও অভিযোগ, মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণকে মান্যতা দেয়নি ওম রাউতের টিম।
হইহই করে মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার প্রভাসের বহু প্রতিক্ষীত ছবি ‘আদিপুরুষ’ (Adipurush)। আর মুক্তির পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে এই ছবি। এবার হিন্দু সেনার তরফে দাবি করা হয়েছে, এই ছবি দেখার যোগ্য নয়। শুধু তাই-ই নয় জল গড়িয়েছে কোর্ট পর্যন্তও। ‘আদিপুরুষ’-এর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করেছে হিন্দু সেনা।
গত বছর টিজ়ার মুক্তির পর থেকেই এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনার শেষ ছিল না। মুক্তির পরও অব্যাহত সেই উন্মাদনা। দিকে-দিকে ধরা পড়েছে সেই ছবি। ঢোল, তাসা বাজিয়ে ‘আদিপুরুষ’-কে স্বাগত জানিয়েছে দর্শক। কোথাও আবার ধরা পড়েছে হিংসার ছবিও। এই ছবিকে ভাল না বলার কারণে এক দর্শক অপরকে কামড়ে পর্যন্ত দেওয়ার অভিযোগ উঠেছে। তবে এবার উঠে এসেছে আরও এক তথ্য। এই ছবিকে দেখার অযোগ্য বলে দাবি হিন্দু সেনার। হিন্দু সেনার সভাপতি বিষ্ণু গুপ্ত, শুক্রবার এই ছবির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হন। প্রভাসের এই ছবির বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ২২৬ ধারায় জনস্বার্থ মামালা রজু হয়েছে। একটি লিখিত পিটিশন দাখিল করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, “এই ছবিতে বেশ কিছু আপত্তিকর দৃশ্য রয়েছে। ছবির মাধ্যমে যদি কোনও ধর্মীয় নেতা, বা আদর্শকে অবমাননা করা হয় তবে সেই দৃশ্যকে অপসারণ করা উচিত।” এখানেই শেষ নয়, এই ছবিকে জনসাধারণকে দেখানোর জন্য নিষেধাজ্ঞা জারি করার লিখিত আবেদনও জানানো হয়েছে।
এখানেই শেষ নয়, আবেদনকারীর আরও দাবি, ‘আদিপরুষ’ ছবিটিতে এমন কিছু দৃশ্য রয়েছে, যা হিন্দু সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছে। আরও অভিযোগ, মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণকে মান্যতা দেয়নি ওম রাউতের টিম। আবেদনকারী সংগঠনের দাবি, আম জনতা এই ছবি দেখার পর ক্ষুব্ধ। অভিযোগ উঠেছে রাবণের চরিত্র নিয়েও। এই ছবিতে রাবণের ভূমিকায় অভিনয় করেছেন সইফ আলি খান। ছবিতে দেখা যাচ্ছে তাঁর মুখে লম্বা দাড়ি। কিন্তু রাবণ একজন হিন্দু ব্রাহ্মণ। তাঁর মুখে দাড়ি থাকাটা যথাযথ নয়। সাধারণ মানুষের পক্ষ থেকেই এই পিআইএল দায়ের করা হয়েছে বলেই দাবি হিন্দু সেনার। ছবির ভিএফএক্স নিয়েও নিন্দার ঝড় নেটপাড়ায়।