Adipurush Controversy: প্রথম সপ্তাহতেই বড় ধাক্কা, একাধিক প্রেক্ষাগৃহে বাতিল হচ্ছে ‘আদিপুরুষ’ শো

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jun 24, 2023 | 2:00 PM

Controversy: প্রথম দুদিনেই বক্স অফিসে 'পাঠান'কে হারিয়ে ঝড় তোলে 'আদিপুরুষ'। প্রতিটা প্রেক্ষাগৃহ ভর্তি ছিল দর্শকে। প্রথম দু'দিনে 'পাঠান' ছবির আয়কে টপকে গিয়েছিল 'আদিপুরুষ'।

Adipurush Controversy: প্রথম সপ্তাহতেই বড় ধাক্কা, একাধিক প্রেক্ষাগৃহে বাতিল হচ্ছে আদিপুরুষ শো
আদিপুরুষ

Follow Us

মুক্তির আগে থেকেই বিতর্কে কেন্দ্রে জায়গা করে নিয়েছে ছবি ‘আদিপুরুষ’। টিজ়ার মুক্তি থেকে শুরু করে ট্রেলার, কখনও ছবির গল্প, কখনও আবার দৃশ্যায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজ়েনরা। তবে সে সব ভুলে ছবি যখন মুক্তি পেল, প্রথম দুদিনেই বক্স অফিসে পাঠানকে হারিয়ে ঝড় তোলে আদিপুরুষ। প্রতিটা প্রেক্ষাগৃহ ভর্তি ছিল দর্শকে। প্রথম দু’দিনে পাঠান ছবির আয়কে টপকে গিয়েছিল আদিপুরুষ। বিশ্বজুড়ে আড়াই কোটি টাকা পকেটে তুলেছিল ছবি নির্মাতারা। তবে সেখানেই শেষ। প্রথম দুদিন ছবির যে হারে নেগেটিভ রিভিউ ছড়িয়ে পড়ে সর্বত্র, তার প্রভাব দেখা যায় তৃতীয় দিনের ব্যবসা থেকেই। প্রথম রবিবার ১০০ কোটি থেকে ৬৪ কোটিতে নেমে আসে আয়ের অঙ্ক।

এরপরই তা যথাক্রমে ১০ কোটি ৪ কোটি ৩ কোটি ২ কোটি করে কমতে থাকে। তবে দুঃসংবাদ এখানেই শেষ নয়। বর্তমানে একাধিক প্রেক্ষাগৃহে দর্শক আসন অধিকাংশই শূন্য থাকছে। কোথাও ১০-১২ টা টিকিট বিক্রি হচ্ছে কোথাও আবার খুব বেশি হলে ৫০ । এভাবে একটি শো চালানো যায় না। সেই কারণে এবার বেশ কিছু প্রেক্ষাগৃহ থেকে সরে যাচ্ছে আদিপুরুষ। প্রাথমিকভাবে চড়া দামে বিক্রি হচ্ছিল এই ছবির টিকিট। প্রথম তিন দিনে ছবির ভবিষ্যৎ অনুমান করতে পেরে নির্মাতা সংস্থা থেকে টিকিটের দাম এক ধাক্কায় কমিয়ে দেড়শ কোটি টাকা করা হয়।

তবে তাতেও ভাগ্য ফিরল না আদিপুরুষ-এর। প্রভাস ও কৃতি শ্যানন অভিনীত এই ছবি থেকে মুখ ফেরালেন দর্শকেরা। যার ফলে প্রথম সপ্তাহতেই বড়সড় ধাক্কার মুখে পড়তে হল ছবিকে। সমস্ত ভাষাতেই কমছে দর্শক কমছে টিকিট বিক্রির সংখ্যা। যার ফলে ছবি বড়সড় ক্ষতির মুখ দেখতে পারে বলেই অনুমান করছেন সিনেবিশেষজ্ঞরা। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই ছবির অধিকাংশ দৃশ্য নিয়েই বিতর্ক এখনও তুঙ্গে। যদিও ছবির বেশ কিছু বিতর্কিত সংলাপ পাল্টে ফেলা হয়েছে ইতিমধ্যেই। তবে তাতে লাভের লাভ খুব একটা হল না বললেই চলে।

Next Article