Adipurush Controversy: বিতর্কের কেন্দ্রে আদিপুরুষ, ‘পাল্টানো হবে সংলাপ’, কী বললেন পরিচালক

Controversy: মাত্র দুই দিনেই বিশ্বজুড়ে এই ছবি পার করে ২০০ কোটির গণ্ডি। ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই সকল খবর। তারই মাঝে ছবি ঘিরে শত শত বিতর্ক নিয়ে মুখ খুললেন ছবির সংলাপ লেখক। 

Adipurush Controversy: বিতর্কের কেন্দ্রে আদিপুরুষ, 'পাল্টানো হবে সংলাপ', কী বললেন পরিচালক
আদিপুরুষ
Follow Us:
| Edited By: | Updated on: Jun 18, 2023 | 6:01 PM

শুরু থেকেই একাধিকবার বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছে আদিপুরুষ ছবি। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল তার পোস্টার থেকে টিজ়ার। তবে ছবি মুক্তি পাওয়াতে মিলল না স্বস্তি। রাতারাতি ছড়িয়ে পড়ল ছবির একাধিক সংলাপ থেকে দৃশ্য। সোশ্যাল মিডিয়ায় যা মিয়ে তুলোধনা করতে পিছপা হচ্ছেন না কেউই। রামায়ণের গল্পকে বিকৃত করার অভিযোগ আনছেন কেউ, কারও মুখে আবার ছবির সংলাপ নিয়ে একাধিক অনুযোগ। ছবির চিত্রায়ণ নিয়েও কম প্রশ্ন তুলছে না নেটপাড়া। অথচ ছবি রাতারাতি বক্স অফিসে ২৪০ কোটি পার করেছে। মাত্র দুই দিনেই বিশ্বজুড়ে এই ছবি পার করে ২০০ কোটির গণ্ডি। ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই সকল খবর। তারই মাঝে ছবি ঘিরে শত শত বিতর্ক নিয়ে মুখ খুললেন ছবির সংলাপ লেখক।

ছবির চিত্রনাট্যকার মনোজ মুনতাশির শুক্লা জানান, তিনি আগেও বলেছেন, আবারও বলছেন, তাঁরা রামায়ণ বানাননি। রামায়ণ বানাতে চাননি। তাঁরা রামায়ণ থেকে অনুপ্রাণিত হয়ে একটি গল্প বানিয়েছেন। ছবির শুরুতেই এই কথা লিখে দেওয়া রয়েছে। ছবির নাম তাঁরা রামায়ণ রেখে দিতে পারতেন। তাতে ছবির প্রচারেও সুবিধে হতো। কিন্তু তাঁরা তেমনটা করেননি। কারণ তাঁরা এমনটা করতেই চাননি। তাঁরা প্রথম থেকেই স্থির করেছিলেন, তাঁরা রামায়ণ বানাচ্ছেন না, তাঁরা রাময়ণ থেকে অনুপ্রাণিত হয়ে একটি গল্প বানাচ্ছেন। রায়ামণ থেকে একটি ছোট্ট যুদ্ধের অংশ তুলে ধরতে চেয়েছেন তাঁরা, যা ছবিতে মূল অংশ করে দেখানো হয়েছে।

ছবির সংলাপ নিয়ে প্রশ্ন থাকায় এবার নতুন সিদ্ধান্ত নেওয়া হল ছবির নির্মাতাদের পক্ষ থেকে। চিত্রনাট্যকার মনোজ মুনতাশির শুক্লা তাই নিয়ে বদলের সিদ্ধান্ত। সোশ্যাল মিডিয়ায় এসে লিখলেন, ‘আমি আমার সংলাপের পক্ষে অগণিত যুক্তি দিতে পারি, কিন্তু এতে আপনার কষ্ট কমবে না। আমি এবং ছবিটির প্রযোজক-পরিচালক সিদ্ধান্ত নিয়েছি যে, কিছু সংলাপ সংশোধন করব’।