Aditi Munshi: আচমকাই গান বন্ধ অদিতি মুন্সীর, কিছুতেই কথা বলতে পারছেন না

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 20, 2023 | 8:33 PM

Aditi Munshi: আচমকাই গান বন্ধ করলেন বিধায়ক তথা গায়িকা অদিতি মুন্সী। একের পর এক অনুষ্ঠান বাতিল করতে হল তাঁকে। নেহাত নিরুপায় হয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে গায়িকাকে। কী হয়েছে তাঁর? আজ ২০ নভেম্বর ডানকুনির ষষ্ঠীতলা উল্কা সংঘ ক্লাব, ২২ নভেম্বর চন্দননগরের কানাইলাল পল্লি, ২৩ নভেম্বর কনকপুরের বালিপুর তরুণ সংঘ ক্লাব, ২৬ নম্বর বাজে কদমতলা ঘাটে অনুষ্ঠান ছিল তাঁর।

Aditi Munshi: আচমকাই গান বন্ধ অদিতি মুন্সীর, কিছুতেই কথা বলতে পারছেন না
অদিতি মুন্সী।

Follow Us

আচমকাই গান বন্ধ করলেন বিধায়ক তথা গায়িকা অদিতি মুন্সী। একের পর এক অনুষ্ঠান বাতিল করতে হল তাঁকে। নেহাত নিরুপায় হয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে গায়িকাকে। কী হয়েছে তাঁর? আজ ২০ নভেম্বর ডানকুনির ষষ্ঠীতলা উল্কা সংঘ ক্লাব, ২২ নভেম্বর চন্দননগরের কানাইলাল পল্লি, ২৩ নভেম্বর কনকপুরের বালিপুর তরুণ সংঘ ক্লাব, ২৬ নম্বর বাজে কদমতলা ঘাটে অনুষ্ঠান ছিল তাঁর। কিন্তু এই প্রত্যেকটির কোনওটিতেই উপস্থিত হতে পারছেন না গায়িকা। কারণ, তাঁর গুরুতর অসুস্থতা। এক বয়ানের মাধ্যমে অদিতি জানিয়েছে, তাঁর শরীর একেবারেই সায় দিচ্ছে না।

তাঁর কথায়, “ভেবেছিলাম পারব, কিন্তু মনের জোর বাধ সাধলো শরীরে। কিছুতেই কথা বলতে পারছি না। আসলে আমার গলার অবস্থা একদম ভাল না থাকার জন্য চিকিৎসকের মতো এই মাসের সব অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হলাম।” তিনি আরও যোগ করেন, “আপনাদেরকে গান শোনাতে না পারার দুঃখ থাকবে। কিন্তু আমার বিশ্বাস অবশ্যই আমি আবার আপনাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসব। একসঙ্গে মেতে উঠবো হরিনামে।” অদিতির অসুস্থতার কথা শুনে মন খারাপ ভক্তদের। তবে সুস্থ হয়েই তিনি কাজে ফিরুন, এমনটাই চাইছেন সকলেই। ঋতু পরিবর্তনের সময়ে ঠাণ্ডায় কাবু প্রায় সকলেই। সাধারণ সর্দি কাশি জ্বর লেগেই রয়েছে… এই যেমন কিছু দিন আগে গলা খারাপ হয়েছিল গায়িকা অঙ্কিতা ভট্টাচার্যেরও। এখন অদিতি। তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠে গানের মধ্যে দিয়ে সকলকে মোহিত করে রাখুন, এমনটাই চাইছেন সকলেই।

 

Next Article
Amitabh Bachchan: ভারতের হারের নেপথ্যে হাত অমিতাভের! টুইট ভাইরাল হতেই শোরগোল
Madhuri Dixit: ‘আমার জীবনে যা কিছু ঘটেছে…’, মঞ্চে দাঁড়িয়ে কেন ডুকরে কেঁদে ওঠেন মাধুরী?