Aditya Narayan: উদিত নারায়ণের ছেলে হয়েও এত বড় অপমান! বাদ পড়ল আদিত্যের গান
Aditya Narayan: আদিত্য নারায়ণকে কে না চেনেন? শুধু উদিত নারায়ণের ছেলে এই তাঁর পরিচয় নয়, তিনি নিজেও একজন প্রতিষ্ঠিত গায়ক।
আদিত্য নারায়ণকে কে না চেনেন? শুধু উদিত নারায়ণের ছেলে এই তাঁর পরিচয় নয়, তিনি নিজেও একজন প্রতিষ্ঠিত গায়ক। তবে জানেন কি, এই আদিত্য নারায়ণকেই নাকি পড়তে হল এমন এক অভিজ্ঞতার মধ্যে যা ফাঁস করে দেবে বলিউডের স্বরূপ, অন্তত তাঁর দাবি এমনটাই। এক বড় ব্যানারের গান গাওয়ার পরেও নাকি বাদ দিয়ে দেওয়া হয়েছে তাঁকে। তিনি বলেন, “এই বছরে খুব বড় একটা গান গেয়েছিলাম। কিন্তু শেষ মুহূর্তে তা বাদ দিয়ে দেওয়া হয়। ওই সময়ে বেশ খারাপ লেগেছিল। এখন না বললেও পরবর্তীতে হয়তো এই নিয়ে কথা বলব।” তিনি আরও যোগ করেন, “গানটি বের হয়ে গিয়েছে, বেশ হিটও হয়েছে। শেষ মুহূর্তে নির্মাতারা ঠিক করে, অন্য গায়ককে দিয়ে গাওয়াবে। খারাপ লাগলেও এটাই জীবন। আমি খুশি যে আমি ডাক পেয়েছিলাম।” খারাপ লাগা কি এখন খানিক কম হয়েছে? তাঁর উত্তর,”এখন ঠিক আছি। প্রথম তিন-চারদিন খারাপ লেগেছিল। আমি জানি আমি ভালই গেয়েছিলাম।” আদিত্য জানান, বাবা উদিত নারায়ণও জীবনে এরকম ঘটনার সম্মুখীন হয়েছেন। শেষ মুহূর্তে তাঁকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে।
স্টারকিড হয়েও যে এ হেন ঘটনার সম্মুখীন হতে হয়, তারই জ্বলন্ত উদাহরণ আদিত্য। বাবা উদিতের মতো সঙ্গীত জগতে এত বড় সাফল্য পাননি আদিত্য। তবে শুধু গায়কই নয়, তিনি একাধারে অভিনেতাও। ‘পরদেশ’ ও ‘শাপিত’-এর মতো ছবিতে তিনি অভিনয় করেছেন। এ ছাড়াও সঞ্চালকের ভূমিকাতেও দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি, যদিও এখন তিনি সুস্থ। বছর তিনেক আগে বিয়ে করেন আদিত্য। তাঁর এক সন্তানও রয়েছে।