Avatar The Way Of Water: ১৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’; ভারতে শুরু হয়েছে অগ্রিম টিকিট বুকিং
Advance Ticket Booking: ১৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার'। এই তারিখটার জন্য অনেকদিন থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন 'অবতার' ভক্তরা।
আর হাতে প্রায় কয়েকটা মাত্রদিন। ১৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’। এই তারিখটার জন্য অনেকদিন থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ‘অবতার’ ভক্তরা। খুশির খবর, অগ্রিম টিকিট বুকিংও শুরু হয়ে গিয়েছে ভারত। তা এ বেলা সময় নষ্ট না করে কেটেই ফেলুন ছবির টিকিট।
কেবল ইংরেজিতে নয়, বহু মাতৃভাষার দেশ ভারতবর্ষে একাধিক ভাষায় ডাব করে মুক্তি পাচ্ছে ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’। যেমন – হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম। ১৩ বছর আগে ‘অবতার’ মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। গোটা বিশ্বে নজরকাড়া ব্যবসা করেছিল এই ভিএফএক্স নির্ভর সাই-ফাই ছবি। সবচেয়ে বেশি টাকা আয় করে গড়েছিল অনন্য নজির। এখনও সেই রেকর্ড কেউই ভাঙতে পারেনি। ‘অ্যাভেঞ্জার্স’ও না।
View this post on Instagram
শোনা যাচ্ছে, ২৪ ঘণ্টা ধরে চলবে, অর্থাৎ দিন-রাত এই ছবি দেখাবে এমন অনেক সিনেমা হল এগিয়ে এসেছে ভারতে। প্রথমদিনের শো যদিও দেখা যাবে দুপুর ১২টাতেই।
View this post on Instagram
উন্নতমানের সাই-ফাই ছবি তৈরি করে সবচেয়ে বেশি আলো কেড়ে নিয়েছিলেন যে পরিচালক, সেই জেমস ক্যামেরনের ছবি ‘অবতার’। তিনিই পরিচালনা করেছেন ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’। ১৯৮৪ সালে ‘দ্য টার্মিনেটর’ তৈরি করে আলোড়ন ফেলে দিয়েছিলেন ক্যামেরন। তারপর আসে ‘এলিয়েন্স’, ‘দ্য অ্যাবিস’, ‘টার্মিনেটর ২’, ‘টাইটানিক’-এর মতো কালজয়ী ছবি।