Anushka-Prabhas: ‘বাহুবলি’ জুটি অমরেন্দ্র-দেবসেনা আবার একসঙ্গে, প্রভাসের কোন ছবিতে অনুষ্কাকে পাওয়া যাবে?
Anushka-Prabhas: 'সালার', 'প্রজেক্ট কে' আর 'আদিপুরুষ'-লম্বা ছবির তালিকা প্রভাসের। অন্যদিকে অনুষ্কাও তাঁর তালিম-তেলেগু ছবির কাজে ব্যস্ত।
প্রভাস (Prabhas) এবং অনুষ্কা শেট্টি (Anushka Shetty) দক্ষিণ ভারতের এই দুই অভিনেতা একসঙ্গে বেশ কয়েকটি ছবি করেছেন। তাঁদের অনস্ক্রিন রসায়নই শুধু নয়, অফস্ক্রিন রসায়ন নিয়েও রয়েছে জল্পনা। ‘বাহুবলী’ ছবিতে অমরেন্দ্র বাহুবলী এবং দেবসেনা চরিত্রে অভিনয়ের পর তাঁদের রসায়ন হয়েছে আরও জমজমাট। তাঁদের দুইজনকে পর্দায় আবার দেখা জন্য মুখিয়ে তাঁদের অনুরাগীরা। প্রভাস এই মুহূর্তে ব্যস্ত অনেকগুলো প্রজেক্ট নিয়ে। ‘সালার’, ‘প্রজেক্ট কে’ আর ‘আদিপুরুষ’-লম্বা ছবির তালিকা প্রভাসের। অন্যদিকে অনুষ্কাও তাঁর তালিম-তেলেগু ছবির কাজে ব্যস্ত। দু’জনকে দেখার আশা থাকলেও কোনও খবর ছিল না তাঁদের একসঙ্গে কাজের। এবার দুজনের অনুরাগীদের কাছে এল তাঁদের বহু প্রতীক্ষিত খবর। আবার দেখা যাবে একসঙ্গে দুইজনকে।
কোন ছবি, কে তাঁদের আবার একসঙ্গে কাস্ট করলেন, প্রশ্ন অনেক, উত্তর- দক্ষিণের পরিচালক মারুতির ছবিতে আবার একসঙ্গে দেখা যাবে প্রভাস এবং অনুষ্কাকে। শোনা গিয়েছে কমেডি ছবি হতে চলেছে তাঁদের আসন্ন ছবি। এই বছর দশেরার কাছাকাছি ঘোষণা করা হবে ছবি পুরো ডিটেলস। প্রভাস এবং অনুষ্কা রূপালি পর্দার অন্যতম প্রিয় অনস্ক্রিন দম্পতি। বাহুবলী সিনেমার পরে শুধু তেলুগু সিনেমাতেই নয়, তাঁদের জনপ্রিয়তা দক্ষিণ ছেড়ে সর্বত্র আকাশচুম্বী হয়েছে। এই চাহিদার মাত্রা এমন হয়েছিল যে তাঁদের জুটির অন্য ছবি যেমন বিল্লা-মির্চি-র মতো ছবিগুলো হিন্দি ডাব করে দেখানোর প্রস্তাবও ছিল। পর্দার বাইরেও তাঁদের সম্পর্কের বিষয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। এমনও শোনা যায় যে তাঁরা গাঁটছড়াও বাঁধতে পারেন। যদিও এই বিষয়ে দুজনের কেউ-ই কখনও মুখ খোলেননি। আবার দুইজনের কেউ এখনও বিয়েও করেননি।
তেলুগু ৩৬০-এর সাম্প্রতিক একটি প্রতিবেদন অনুসারে প্রভাসের ‘আদিপুরুষ’ বা ‘সালার’ বা ‘প্রজেক্ট কে’ ছবিতে ক্যামিও নয় (এই সমস্ত সিনেমার জন্য প্রধান অভিনেত্রী কে হবেন ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে), একেবারে পুরোদস্তুর জুটি আসছেন দুইজনে। প্রতিবেদন অনুসারে, অমরেন্দ্র বাহুবলী এবং দেবসেনাকে পরিচালক মারুথির আবার একসঙ্গে নিয়ে আসছেন বলে খবর। পরিচালক মারুতির এই সিনেমাটি একটি আউট-অ্যান্ড-আউট কমেডি হবে বলেই শোনা গিয়েছে। এর আগে এমন ধরনের ছবি তাঁরা না কি করেননি। প্রথমিকভাবে ঠিক হয়েছে ছবির নাম ‘রাজা ডিলাক্স’ হওয়ার কথা। তবে চূড়ান্ত ঘোষণাটি এই বছর দশেরার আগে-পরে হবে বলে মনে করা হচ্ছে। সিনেমাটি এই বছরের শেষ নাগাদ ফ্লোরে যাবে। এই প্রকল্পে আরও দুই নায়িকাকেও অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে। তবে এখন চূড়ান্ত কিছু জানা যায়নি প্রভাস-অনুষ্কার নাম ছাড়া।