AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sushmita Sen: ‘তালি’-র কাজ শেষ করেই উড়ে চললেন জন্মদিন উদযাপন করতে সুস্মিতা

Sushmita Sen: এর পর শুরু হয়ে তাঁর ‘তালি’র জার্নি। নিজেই সিরিজের লুক ভাগ করে জানিয়ে দেন, গৌরি শিন্ডে হয়ে আবার নতুন সিরিজ নিয়ে ফিরছেন তিনি ওটিটি প্ল্যাটফর্মে।

Sushmita Sen: ‘তালি’-র কাজ শেষ করেই উড়ে চললেন জন্মদিন উদযাপন করতে সুস্মিতা
‘তালি’-র কাজ শেষ সুস্মিতা জন্মদিনের জন্য কোথায় চললেন!
| Edited By: | Updated on: Nov 12, 2022 | 8:35 AM
Share

সুস্মিতা সেন (Sushmita Sen) একটি পোস্ট করেছেন কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে। যেখানে তিনি বেড়াতে যাচ্ছেন এই মর্মে একটি ক্যাপশন দিয়েছেন। ১৯ নভেম্বর সুস্মিতার জন্মদিন। শুরু হয়েছে কাউন্টডাউন। তাঁর দেওয়া ছবির ক্যাপশনেও রয়েছে জন্মদিনের উল্লেখ। তবে ঠিক কোথায় যাচ্ছেন, কারা রয়েছেন সঙ্গে তার উল্লেখ নেই ক্যাপশনে। সদ্য শেষ করেছেন তাঁর বহু চর্চিত ওয়েব সিরিজ ‘তালি’-র কাজ। যার ভিডিয়োও তিনি ভাগ করে নেন সোশ্যাল মিডিয়াতে তাঁর ভক্তদের সঙ্গে। পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন তিনি সেই পোস্টে। বিশেষ করে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষের কাছে তিনি গভীরভাবে ঋণী, এটা উল্লেখ করেছেন। কারণ গৌরী শিন্ডে, যাঁর বায়োপিকে তিনি অভিনয় করছেন, তাঁর মতো হয়ে উঠতে সাহায্য করেছেন ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষেরা।

এই বছর সুস্মিতা এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যান, যখন ললিত মোদী হঠাৎ তাঁর সঙ্গে তোলা ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে জানান, সুস্মিতা তাঁর ‘বেটার হাফ’। সেই নিয়ে তোলপাড় নেট দুনিয়া। কিন্তু সুস্মিতা যেমন বরাবরই নিজের মতো থাকতে ভালবাসেন, এবারও তাই ছিলেন। তিনি নিজেকে সূর্যের সঙ্গে তুলনা করে একটি অসাধারণ মন ছুঁয়ে যাওয়া পোস্ট দিয়ে নিজের কথা লেখেন। এর পর শুরু হয়ে তাঁর ‘তালি’র জার্নি। নিজেই সিরিজের লুক ভাগ করে জানিয়ে দেন, গৌরি শিন্ডে হয়ে আবার নতুন সিরিজ নিয়ে ফিরছেন তিনি ওটিটি প্ল্যাটফর্মে।

জন্মদিন তিনি ভালবাসেন। তাই কাজ সেরেই চললেন নিজের পছন্দের জায়গায়। সানগ্লাস সহ একটি গর্জাস ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “বোর্ডের জন্য প্রস্তুত…ওড়ার সময়…বার্থ ডে গার্লের জন্য এক সপ্তাহের গণনা শুরু হয়ে গিয়েছে! ওহ আমি উল্লেখ করছি…আমি জন্মদিন ভালবাসি”! এটা তাঁর জন্য সুপারস্পেশ্যাল তার উল্লেখ করে সকলকে প্রতিবারের মতো ভালবাসা জানিয়ে, দুগ্গা দু্গ্গা বলে শেষে করছেন তাঁর ক্যাপশন। তাঁর জন্মদিনের আনন্দে ভক্তরাও হয়েছেন সামিল। কমেন্ট বাক্সে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা মন্তব্য আর ইমোজি দিয়ে। তাঁর ভ্রমণ শুভ হোক এই কামনা করেছেন কেউ, তো কারও মতে তাঁর একটা ব্রেক দরকার। সঙ্গে ভাল করে ঘুরে আসার শুভেচ্ছাও রয়েছে।