Aishwarya Rai Bachchan: ৪৯তম জন্মদিনে কোন স্বপ্নপূরণ হতে চলেছে ঐশ্বর্য-র?

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Nov 01, 2022 | 7:44 PM

Aishwarya Rai Bachchan:

Aishwarya Rai Bachchan: ৪৯তম জন্মদিনে কোন স্বপ্নপূরণ হতে চলেছে ঐশ্বর্য-র?
ঐশ্বর্য কোন স্বপ্নপূরণ হতে পারে!

Follow Us

আজ ৪৯তম জন্মদিন ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan)। তাঁর সৌন্দর্যে মুগ্ধ ৮ থেকে ৮০ আজও। সিনেমার সঙ্গে যোগ নেই আর একজনের। তবে মৃত্যুর পরও তাঁর সৌন্দর্য নিয়ে আজও কথা হয়। তিনি জয়পুরের মহারানি গায়েত্রী দেবী (Gayatri Devi)। তিনি কুচবিহারের রাজকন্যা। তাঁকে নিয়ে বলিউডে ছবি করার কথা ছিল পরিচালক জেপি দত্ত-র ১৯৯০ সালে। গায়েত্রী দেবীর চরিত্রে অভিনয়ের জন্য ঐশ্বর্য যে একদম সঠিক পছন্দ সেটা তাঁর ভক্তরা ছাড়াও সিনেমা প্রেমীরাও মেনে নেবেন। জেপি দত্তও ভুল করেননি। তিনি ঐশ্বর্য রাইকেই বেছে ছিলেন গায়েত্রী দেবী চরিত্রে। কিন্তু কোনও কারণবশত সেই সময় আটকে যায় সেই প্রজেক্ট। ঐশ্বর্যেরও স্বপ্নের চরিত্রে অভিনয় করা হয় না।

গায়েত্রী দেবী শুধু মহারানিই ছিলেন না, জয়পুরের ইতিহাতে তাঁর অনেক কর্মকাণ্ডও রয়েছে। যা নিয়ে আজও চর্চা হয়। তিনি প্রথম রানি যিনি পরিবারের অন্দরমহল থেকে বেরিয়ে প্রথম ব্যবসা শুরু করেন। বিভিন্ন খেলাধুলায়ও তিনি অংশ নিতেন। গায়েত্রী দেবী বর্ণনাময় একজন মানুষ। ঐশ্বর্যও নিজের একটা পরিচিতি তৈরি করেছেন সিনেমা জগতের ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসেও। তিনি তো বিশ্বসুন্দরী। তাই বিষয়টা ব্যাটে-বলে মিলতে সময় নেয়নি। কিন্তু সেই সময় প্রজেক্টি বন্ধ হওয়ায় স্বপ্নভঙ্গ হয় বচ্চন পুত্রবধূর। তবে এই বছরের জন্মদিনটা তাঁর জন্য বিশেষ হতে চলেছে আশা করা যায়। কারণ জেপি দত্ত আবার এই প্রজেক্টের উপর গুরুত্ব সহকারে কাজ শুরু করছেন বলেই খবর। তাই এবার ঐশ্বর্য ভক্তরা আবার আশায় বুক বেঁধেছেন তাঁকে গায়েত্রী রূপে পর্দায় দেখার জন্য।

গায়েত্রীদেবী, ডানদিকে স্বামীর সঙ্গে

ঐশ্বর্যকে সম্প্রতি দেখা গিয়েছে মনিরত্নম পরিচালিত ‘পোনিয়িন সেলভান ১’ ছবিতে। সমালোচক থেকে দর্শক সকলেই এই ছবি পছন্দ করেছেন। ছবি যাঁরা দেখেছেন, জানেন ‘পোনিয়িন সেলভান ২’ ছবিতে রয়েছে ইঙ্গিত বেশ বড় আকারে ফিরবেন তিনি। নিয়মিত ঐশ্বর্য অভিনয় করেন না। তা সত্ত্বেও তিনি কখনই লাইমলাইটের বাইরে থাকেন না। এটা সম্ভব হয় তাঁর নিজস্ব করিশ্মাতেই, এটা তাঁর চরম শত্রুও মেনে নেবেন।

 

Next Article