KantaraAjay-Akshay: কন্নড় ছবি ‘কান্তারা’-র জন্য অজয় দেবগন, অক্ষয় কুমারের ছবির কী হচ্ছে?
KantaraAjay-Akshay: এমনিতে অজয় এবং অক্ষয় দিওয়ালিতে মুখোমুখি লড়াইতে নেমেছেন। ফলে দর্শক কিছুটা হলেও ভাগ হয়েছে।
কন্নড় ছবি ‘কান্তারা’। ৩০ সেপ্টেম্বর দক্ষিণে মুক্তি পেয়েছে এই ছবি। দক্ষিণ ছাড়িয়ে এবার এই ছবি দখলদারি করছে সারা ভারতে। আর যার ফলে বলিউডের দিওয়ালি রিলিজ ‘থ্যাঙ্ক গড’ আর ‘রাম সেতু’-র উপর পড়ছে প্রভাব। বহু মাল্টিপ্লেক্সে অজয় দেবগন এবং অক্ষয় কুমারের ছবির শো কমিয়ে সেখানে দেওয়া হচ্ছে ঋষভ শেট্টি পরিচালিত, অভিনীত ‘কান্তারা’-র শো। অফিসিয়ালি যদিও কেউ এটা স্বীকার করছে না, তবে সূত্রের খবর এমন-ই। ছবির হিন্দি ডাব ভার্সানের চাহিদা তুঙ্গে সর্বত্র। অন্য জায়গায় কেউ খবরের সত্যতায় মুখ না খুললেও বিহারের এক ডিস্ট্রিবিউটার মেনে নিয়েছেন ‘কান্তারা’ শো-এর চাহিদার জন্য শো কমাতে হচ্ছে ‘থ্যাঙ্ক গড’ আর ‘রাম সেতু’-র। এমনিতে অজয় এবং অক্ষয় দিওয়ালিতে মুখোমুখি লড়াইতে নেমেছেন। ফলে দর্শক কিছুটা হলেও ভাগ হয়েছে। এর মধ্যে ঢুকে পড়েছেন ঋষভ।
এই বছর শুরু হয়েছিল দক্ষিণী ঝড় ‘পুষ্পা’ ছবি দিয়ে। তারপর রাজামৌলি পরিচালিত, রাম চরণ, এনটি আর জুনিয়র অভিনীত ‘আরআরআর’, যশ, সঞ্জয় দত্ত অভিনীত ‘কেজিএফ চ্যাপ্টার ২’ ছবি ঝড় তুলেছে সারা দেশে। যার প্রভাবে বলিউড ছবি পিছিয়ে পড়ছে বলে অনেক নেটিজ়েনরা মনে করতে শুরু করেন। তবে মাঝে কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হলেও আবার এসেছে কান্তারা। ১৪ অক্টোবর হিন্দি ডাব সংস্করণ মুক্তি পেয়েছে ঋষভের ছবি। আর তিন সপ্তাহের মধ্যেই ছবি ৩৫ কোটি ব্যবসা করেছে প্যান ইন্ডিয়াতে। তবে কন্নড়ে এই অঙ্কটা ২০০ কোটি ছাড়িয়েছে।
ছবির সাফল্যকে বদনাম করার জন্য ‘যথেষ্ট হিন্দু’ নয়, এমনও রটানো হয়। তবে তারপরও ছবি একের পর এক শো পাচ্ছে। বিহারের এক বড় ডিস্ট্রিবিউটার বলেছেন, “হ্যাঁ, খবরটা সত্য। ‘থ্যাঙ্ক গড’ আর ‘রাম সেতু’ ছবির শো কমিয়ে ‘কান্তারা’ শো বাড়াতে হচ্ছে ধীরে ধীরে”। ইতিমধ্যে এই ছবির হিন্দি রিমেক হতে পারে কি না সেই নিয়ে জল্পনা হলেও পরিচালক ঋষভ মনে করেন এটা হিন্দিতে রিমেড করা যাবে না। তবে সেটা তো পরের কথা। এখন আবার দক্ষিণের সামনে আটকে গেল বলিউড।