তিনি এখন গোটা দেশের বুকে পুষ্পা, তাঁর স্টাইল, তাঁর লুক, তাঁর চলন-বলন এখন ঘরে ঘরে ভাইরাল। আট থেকে আশি এক ডাকে চেনে পর্দার এই চরিত্রকে। আর এক সুপারস্টার যখন নিজের পরিচয় ছাপিয়ে চরিত্রের নামে এতটা জনপ্রিয় হয়ে ওঠেন, সেখানেই তিনি সফল। আর গত দেড় বছর ধরে সেই সাফল্যই চুটিয়ে উপভোগ করছেন আল্লু অর্জুন। ২০২১ সালের শেষ মুক্তি পাওয়া ছবি পুষ্পা পার্ট ১ রেশ যেন কাটছেই না। এরই মাঝে শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় পর্বের কাজ। চুটিয়ে চলছে শুটিং পর্ব। আল্লু অর্জুন এখন ব্যস্ত রয়েছেন এই ছবির কাজ নিয়েই। ঘুম ভাঙা থেকে শুরু করে, তৈরি হয়ে সেটে পৌঁছে যাওয়া। সেখানে তৈরি হওয়া, লুক নেওয়া তারপর লাইট ক্যামেরা অ্যাকশন। এই সবটাই কীভাবে হয়, তা নিয়ে একটি ভিডিয়ো বানিয়ে ফেললেন এবার আল্লু অর্জুন। যাঁর বিলাস বহুল বাড়ির অন্দরমহল দেখে এক কথায় চমকে যেতে হয়।
সকাল সকাল ধ্যান করে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেন আল্লু অর্জুন। এরপর কিছুটা ফ্রি টাইম। নিজের বাড়িতে থরেথরে সাজানো পুরস্কার দেখালেন তিনি, সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে দিলেন পোজ়। তারই মাঝে তৈরি হয়ে বেড়িয়ে পড়লেন নিজের গাড়ি নিয়ে। যার টাকা কাস্টোমাইজ়, বিশেষভাবে অভিনেতার জন্য বানানো। যেখানে AA লোগো দেওয়া। কেবল গাড়ির চাকাতেই নয়, তাঁর মেকআপ ভ্যানের এই সাইনের দেখা মেলে। এরপর সেটে গিয়ে, সেখানে মানুষের উত্তেজনা, উন্মাদনার সাক্ষী থাকেন তিনি। পুষ্পা ২ মেকআপ নিয়ে পরিচালকের সামনে হাজির হন তিনি।
তারপর সবটাই খুব চেনা ছক। একের পর এক টেক, আর প্রতিটা টেকেই ১০০ শতাংশ সেরা পর্দার পুষ্পা। একটি সিক্যোয়েন্সের শুটের দৃশ্য শেয়ার করেন তিনি। যেখানে দেখা যায় চন্দন কাট গাড়ি বোঝাই করা হচ্ছে, তারই মাঝে পিছন থেকে বাইকে করে এলেন তিনি। এই ভিডিয়ো, এই আয়োজন দেখে দর্শকদের ছবির প্রতি খিদে যেন এক লাফে বেড়ে গেল অনেকটাই। শুটিং সেটে যাওয়ার আগে আল্লু অর্জুনের সবসময় প্রয়োজন পড়ে এক স্বস্তির সকাল।