Allu Arjun: ‘আদিপুরুষ’-এর VFX দেখে সিদ্ধান্ত বদল আল্লুর? ছবি থেকে সরছেন তিনি!

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 01, 2023 | 8:21 PM

Allu Arjun: অতিরিক্ত ভিএফএক্স রয়েছে এমন ছবি করতে চায় না, নাকি দক্ষিণ স্টাররা। বিশেষ করে তা যদি নতুন কোনও পরিচালকের হাতে হয়, তবে তো এক কথায় উত্তর-- না।

Allu Arjun: আদিপুরুষ-এর VFX দেখে সিদ্ধান্ত বদল আল্লুর? ছবি থেকে সরছেন তিনি!

Follow Us

দ্য ইমমর্ট্যাল অশ্বত্থামা ছবি এবার খবরের শিরোনামে। কারণ বিতর্কিত ছবি আদিপুরুষ। এই ছবি দেখে অনেকেই অনেক রকমের শিক্ষা নিয়েছেন সিনেপাড়ায়। কেউ ভাবছেন ছবির বিষয়বস্তু যদি ধর্মগ্রন্থ হয়ে থাকে, তবে তা নিয়ে আরও সচেতন হওয়া উচিত, কেউ আবার সচেতন হয়েছেন অতিরিক্ত ভিএফএক্স ব্যবহারে ছবির ক্ষতি হতে পারে সেই প্রসঙ্গে। এবার সেই তালিকায় কি নাম লেখালেন দক্ষিণী জনপ্রিয় স্টার আল্লু আর্জুন! সম্প্রতি শোনা যাচ্ছে তিনি তাঁর আগামী ছবি দ্য ইমমর্ট্যাল অশ্বত্থামা থেকে নাকি সরে যেতেও পারেন। অতিরিক্ত ভিএফএক্স রয়েছে এমন ছবি করতে চায় না নাকি দক্ষিণ স্টাররা। বিশেষ করে তা যদি নতুন কোনও পরিচালকের হাতে হয়, তবে তো এক কথায় উত্তর– না।

এমনই এক ধন্ধে পড়েছেন এবার আল্লু আর্জুন। তাঁর আগামী ছবি দ্য ইমমর্ট্যাল অশ্বত্থামাকে সম্পূর্ণভাবে ফিরিয়ে না দিলেও নিজের সিদ্ধান্ত নিয়ে এবার বেশ চিন্তিত তিনি। সূত্রের খবর, আদিপুরুষ-এ অতিরিক্ত ভি এফ এক্স-এর ব্যবহারের পর যা পরিণতি হয়েছে, তা দেখেই খানিকটা নিজের মতামত বদল করলেও করতে পারেন আল্লু আর্জুন। দক্ষিণ ভারতে ভিএফএক্স-এর কাজে রাজামৌলিকে এছাড়া চট করে কোনও পরিচালককে স্টাররা নাকি বিশ্বাসই করতে পারেন না বলেই অন্দরমহলের খবর।

এক্ষেত্রে আবার পরিচালক নতুন। তাই আল্লু অর্জুন নিজের সিদ্ধান্ত জানাতে বেশ কিছুটা সময় নিচ্ছেন বলেই খবর। এই ছবির প্রস্তাব প্রথম গিয়েছিল ভিকি কৌশলের কাছে। কিছুদিন পর শোনা যায়, তিনি নাকি ছবি করছেন না। তারপর সামনে এসেছিল রণবীর সিং-এর নাম। তবে তিনিও এই ছবি থেকে সরে গিয়েছিলেন। বলিউডের এই ছবির প্রস্তাব তারপর আসে আল্লু অর্জুনের কাছে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই খবর। তবে তিনি আদপে ছবি করবেন কি না, তা নিয়ে এখন চর্চা তুঙ্গে।

Next Article