Allu Arjun: হঠাৎ বন্ধ ‘পুষ্পা ২’ ছবির শুট, কী হল আল্লু অর্জুনের, ভাল আছেন তো…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 06, 2023 | 5:53 PM

Pushpa 2: ২০২২ সালের শেষ থেকেই শুরু হয়ে গিয়েছিল ‘পুষ্পা ২’ ছবির চিত্রনাট্য নিয়ে কাজ। চলতি বছরের মাঝ থেকেই শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং। সূত্রের খবর ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ৪০ শতাংশ ছবির শুট। তবে কোথায় সমস্যা, যে শীঘ্রই মুক্তি পাচ্ছে না এই ছবি।

Allu Arjun: হঠাৎ বন্ধ পুষ্পা ২ ছবির শুট, কী হল আল্লু অর্জুনের, ভাল আছেন তো...

Follow Us

পুষ্পা স্টার তিনি, আল্লু অর্জুন। দক্ষিণ ভারতের সর্বাধিক চর্চিত স্টার, কারণ একটাই, সেরা অভিনেতার খেতাব জিতেছেন তিনি, জাতীয় পুরষ্কার দক্ষিণী ছবির ঝুলিতেও তিনিই প্রথম এনে দিয়েছেন (সেরা অভিনেতা বিভাগে)। যে ছবি ইতিমধ্যেই ভক্ত মনে ঝড় তুলেছে, সেই ছবির সিক্যুয়েল নিয়ে দর্শক মনে যে কতটা উত্তেজনার পারদ থাকবে তুঙ্গে, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তিনি নাকি কোমড়ের যন্ত্রণার কারণে কিছুদিনের বিরতি নিয়েছেন। যার জন্য এখনও পর্যন্ত চারদিন টানা শুট বন্ধ রয়েছে পুষ্পা ২ ছবির। এই খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মনে উদ্বেগের পারদ ছিল তুঙ্গে। এখনও পর্যন্ত তাঁর টিম থেকে কোনও খবরই প্রকাশ্যে আনা হয়নি, যে তিনি কেমন আছেন। কবে থেকে আবারও শুরু হতে চলেছে পুষ্পা ২ ছবির শুট।

২০২২ সালের শেষ থেকেই শুরু হয়ে গিয়েছিল ‘পুষ্পা ২’ ছবির চিত্রনাট্য নিয়ে কাজ। চলতি বছরের মাঝ থেকেই শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং। সূত্রের খবর ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ৪০ শতাংশ ছবির শুট। তবে কোথায় সমস্যা, যে শীঘ্রই মুক্তি পাচ্ছে না এই ছবি। দক্ষিণসূত্রে খবর, ‘পুষ্পা ২’ ছবির চিত্রনাট্য লেখার পরই ছবির শুটিং শুরু করা হয়েছিল। কিন্তু চিত্রনাট্যের বেশকিছু অংশ নাকি নিজেরই পছন্দ নয় পরিচালক সুকুমারের। যার ফলে সেই অংশ নিয়ে আবারও বসছেন পরিচালক। জল্পনা এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে যে যে অংশের শুট ইতিমধ্যে হয়ে গিয়েছে, সেই সকল অংশও পাল্টে ফেলা হতে পারে বলেও শোনা যাচ্ছে। সবটা মিটিয়ে এবার পুরো দমে শুটিং যখন শুরু হল, ঠিক তখনই অসুস্থ আল্লু। এখন দেখার আবার কবে শুরু হয় ছবির শুট।