Allu Arjun Viral Video: শুটিং ফ্লোর নয়, এবার সত্যি জঙ্গলে হানা দিলেন আল্লু অর্জুন, সামনে পড়ল বাঘ, তারপর…

Viral Video: ছুটি শেষেই আবারও শুটিং শিডিউলে ফিরবেন তিনি। রয়েছেন পুষ্পা ছবির লুকেই। তাঁকে দেখা মাত্রই ভক্তমনে উত্তেজনার পারদ তুঙ্গে। মুহূর্তে ভাইরাল হয় তা নেটদুনিয়ার পাতায়।

Allu Arjun Viral Video: শুটিং ফ্লোর নয়, এবার সত্যি জঙ্গলে হানা দিলেন আল্লু অর্জুন, সামনে পড়ল বাঘ, তারপর...

| Edited By: জয়িতা চন্দ্র

Mar 01, 2023 | 11:32 AM

আল্লু অর্জুন বর্তমানে ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি পুষ্পা ২-এর কাজ নিয়ে। লকডাউনের পর প্রেক্ষাগৃহে দর্শক ফেরাতে পুষ্পা ছবি যেভাবে প্রভাব ফেলেছিল তা এক কথায় বলতে গেলে বেজায় চর্চিত। বক্স অফিসে বিশাল প্রভাব না ফেললেও তা দর্শক মনে প্রেক্ষাগৃহের প্রতিটা টান ফিরিয়েছিল নিঃসন্দেহে। এরপর একে একে ছবি মুক্তি পায় বিটাউন থেকে শুরু করে দক্ষিণে। ২০২২ সাল যে দক্ষিণের জন্য একটি মাইলস্টোন তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তাই বছরের মাঝখান থেকেই আল্লু অর্জুন ভক্তদের মনে প্রশ্ন ছিল তুঙ্গে। কবে থেকে শুরু হবে পুষ্পা ছবির কাজ? ঝড়ের গতিতে ভাইরাল হওয়া ছবির প্রতিটা খবরে ছিল ভক্তদের কড়া নজর। অবশেষে বছরের শেষে শুরু হয় ছবির কাজ। প্রাথমিকভাবে কথা ছিল বাংলার বুকে হবে শুটিং। তবে সঠিক পরিকাঠামো না থাকার কারণেই লোকেশন পাল্টে যায় বলেই সূত্রের খবর।

বর্তমানে রমরমিয়ে চলছে এই ছবির কাজ। তবে পুষ্পা ২ ছবি নিয়ে দর্শকদের মনে যে কৌতুহল বর্তমান তার ইতি ঘটতে চলছে শীঘ্রই। ছবির শুটিং চলছে পুরো দমে। তবে এবার সেই ব্যস্ততা থেকে খানিক ছুটি নিলেন অভিনেতা আল্লু অর্জুন। পরিবারকে নিয়ে তিন দিনের একটা ট্রিপে বেরিয়ে পড়লেন তিনি। গন্তব্য সেই জঙ্গল। রনথম্বোর ন্যাশনাল পার্কে এখন সময় কাটছে তাঁর। সঙ্গে রয়েছে তাঁর ছেলেও।

ক্যামেরা তাক করে জঙ্গল সাফারিতে বেরিয়ে পড়েন ছেলেকে নিয়ে। সামনে থরে থরে বসে একাধিক বাঘ। বাস্তবেই জঙ্গলের অন্দরমহলে পর্দার পুষ্পা। সেই ট্রিপ থেকেই এক চিলতে ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ার পাতায়। যা পলকে দর্শক মনে জায়গা করে নেয়। সকলের নজরের কেন্দ্রে থাকা এই ভিডিয়ো নিয়ে বর্তমানে চর্চা তুঙ্গে। পুষ্পার ছুটি কাটানোর এই ভিডিয়োতে মাতলেন ভক্তরা।

ছুটি শেষেই আবারও শুটিং শিডিউলে ফিরবেন তিনি। রয়েছেন পুষ্পা ছবির লুকেই। তাঁকে দেখা মাত্রই ভক্তমনে উত্তেজনার পারদ তুঙ্গে। মুহূর্তে ভাইরাল হয় তা নেটদুনিয়ার পাতায়।